বাজেট অধিবেশন শুরু হবে ১০ জুন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:৩৮ পিএম, ১৮ মে ২০২০ সোমবার | আপডেট: ১১:৫৫ পিএম, ১৮ মে ২০২০ সোমবার

জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হবে আগামী ১০ জুন। এ দিন বিকেল ৫টায় অধিবেশন শুরু হবে। এটি একাদশ জাতীয় সংসদের অষ্টম অধিবেশন।
রাষ্ট্রপতি আবদুল হামিদ এ বাজেট অধিবেশন আহ্বান করেন। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহবান করেছেন।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, এবারের অধিবেশন করোনার কারণে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করে পরিচালনা করা হবে। ১০ জুন অধিবেশন শুরুর দিন শোক প্রস্তাব গ্রহণের মধ্য দিয়ে বৈঠক শেষ হবে। সরকারি দলের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার (ঢাকা ৫) মৃত্যুর কারণে অধিবেশনের প্রথম দিনের কার্যক্রম শোক প্রস্তাব গ্রহণ শেষে মুলতবি করা হবে। পরদিন ১১ জুন সংসদে বাজেট পেশ করা হবে। বাজেটের ওপরে সংসদ সদস্যদের আলোচনা শেষে ৩০ জুনের মধ্যে তা পাস হবে।
এবারের বাজেট অধিবেশন অনেকটা সংক্ষিপ্ত হবে। স্বাভাবিক সময় বাজেট অধিবেশন দীর্ঘ এবং বাজেটের ওপরে দীর্ঘ সময় আলোচনা অনুষ্ঠিত হয়ে থাকলেও করোনাভাইরাস পরিস্থিতির কারণে এবার সেভাবে হবে না।
অধিবেশন কতদিন চলবে তা সংসদের কার্যউপদেষ্টা কমিটি সিদ্ধান্ত নেবে। অধিবেশন শুরুর দিন সংসদ ভবনে এ কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।
এসি