ঢাকা, বৃহস্পতিবার   ০৭ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২২ ১৪৩২

জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানাতে সিরাজগঞ্জে গোপরেখী ইমপেরিয়াল প্রি-ক্যাডেট স্কুলে ব্যতিক্রমী নিয়ম

প্রকাশিত : ০২:৪০ পিএম, ৫ মার্চ ২০১৭ রবিবার | আপডেট: ০২:৪০ পিএম, ৫ মার্চ ২০১৭ রবিবার

জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানাতে সিরাজগঞ্জের এনায়েতপুরে গোপরেখী ইমপেরিয়াল প্রি-ক্যাডেট স্কুলে চালু রয়েছে ব্যতিক্রমী নিয়ম। এই স্কুলের শিক্ষার্থীরা বীরশ্রেষ্ঠদের প্রতিকৃতিতে স্যালুট দিয়ে বিদ্যালয়ে প্রবেশ করে। শুধু জাতীয় দিবস গুলোতেই নয়, প্রতিদিনই বিনম্র শ্রদ্ধায় বীর শহীদদের স্মরণ করে তারা। স্কুলটির প্রতিষ্ঠালগ্ন থেকে গত ১৭ বছর ধরে চলছে এই নিয়ম। এভাবেই প্রতিদিন মুক্তিযুদ্ধে বীর শহীদদের সম্মান জানায় সিরাজগঞ্জের এনায়েতপুরে গোপরেখী ইমপেরিয়াল প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থীরা। ১৯৯৯ সাল থেকে স্কুলের প্লে-গ্র“প থেকে দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ের ফটক দিয়ে প্রবেশ এবং বের হবার সময় মাথার উপরে টাঙানো ৭ বীরশ্রেষ্ঠের প্রতিকৃতিতে স্যালুট দিয়ে সম্মান জানায়। দেশ মাতৃকার জন্য জীবন উৎসর্গকারীদের প্রতি কৃতজ্ঞতাবোধ থেকেই এমন উদ্যোগ বলে জানালেন বিদ্যালয় সংশ্লিষ্টরা। এছাড়া, মুক্তিযুদ্ধের চেতনা শিশু-কিশোরদের মধ্যে ছড়িয়ে দিতে স্কুলে সপ্তাহে একদিন নেয়া হয় বিশেষ ক্লাশ। মুক্তিযুদ্ধের চেতনা ও শহীদদের অবদান প্রতিটি শিশুকে জানাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এ’ধরনের উদ্যোগ নেয়া প্রয়োজন বলে মনে করেন স্থানীয়রা।