ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫,   আষাঢ় ১৭ ১৪৩২

হাসপাতালে আনার আগেই মারা যান বাচ্চু

প্রকাশিত : ১১:৩৬ এএম, ১৮ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ১২:৩১ পিএম, ১৮ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার

বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু আজ সকালে মারা গেছেন। আজ সকাল সোয়া ৯টার দিকে তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসা হয়। তবে হাসপাতালের জরুরী বিভাগ থেকে জানানো হয়েছে, আইয়ুব বাচ্চুকে হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন।

আরও পড়ুন : সঙ্গীত শিল্পী আইয়ুব বাচ্চু আর নেই
আইয়ুব বাচ্চুর বহুদিনের ঘনিষ্ঠ সাউন্ড ইঞ্জিনিয়ার মইনুদ্দিন রাশেদ জানিয়েছেন- তার সহকারী সকালে মগবাজারের বাসায় গিয়ে তাকে সকালে অচেতন অবস্থায় দেখতে পান। এর পর তারা তাকে হাসপাতালে নিয়ে যান। এখনও তার মৃত্যুর সঠিক কারণটি হাসপাতাল থেকে জানানো হয়নি।

আরও পড়ুন : গিটার পাগল ছেলেটি

আইয়ুব বাচ্চু একই সঙ্গে গায়ক ও লিড গিটারিস্ট হিসেবে বহু মানুষের প্রিয় শিল্পী। ১৯৭৮ সালে ফিলিংস ব্যান্ডের মাধ্যমে তার প্রফেশনাল মিউজিক ক্যারিয়ারের শুরু। ৯০ এর দশকের শুরুতে তিনি তাঁর নিজের ব্যান্ড এলআরবি প্রতিষ্ঠা করেন। তার আগে তিনি আর এক জনপ্রিয় ব্যান্ড সোলস এর সাথেও যুক্ত ছিলেন।

আরও পড়ুন : ‘এই রুপালি গিটার ফেলে একদিন চলে যাব দূরে বহুদূরে’

এসএ/