ঢাকা, বৃহস্পতিবার   ০২ মে ২০২৪

হঠাৎ স্থগিত অগ্রণী ব্যাংকের নিয়োগ পরীক্ষা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৯, ১০ নভেম্বর ২০১৭

অগ্রণী ব্যাংক লিমিটেডের সিনিয়র অফিসার (নিরীক্ষক) পদের শুক্রবারের নিয়োগ পরীক্ষাটি স্থগিত করেছে বাংলাদেশে ব্যাংক কর্তৃপক্ষ।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী এদিন সকালে কেন্দ্রে পরীক্ষা দিতে হাজির হন পরীক্ষার্থীরা। এসময় তারা জানতে পারেন তাদের পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে পরীক্ষাটি স্থগিতের ঘোষণা তাদের আগে দেয়া হয়নি বলে অভিযোগ করেন পরীক্ষার্থীরা।

পরীক্ষা কেন্দ্রে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ একটি জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের নির্দেশক্রমে অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার (অডিট) আাজকের (১০/১১২০১৭ তারিখের) পরীক্ষাটি অনিবার্য কারণে স্থগিত করা হল। এই পরীক্ষার তারিখ ও সময় অতি শিগগিরই বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। পরীক্ষা স্থগিত ঘোষণা করার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

হাবিবুর রহমাস নামে মেহেরপুর থেকে আসা এক পরীক্ষার্থী বলেন, চাকরির আশায় একরকম যুদ্ধ করে ঢাকা এসেছি পরীক্ষা দিতে। কিন্তু পরীক্ষার হলে আসার পর নোটিস দেখে জানলাম পরীক্ষা হবে না। হাবিবুর জানান, পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত তাৎক্ষণিক না নিয়ে আগে জানালে সময় ও টাকা নষ্ট হতো না।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র মিলন আল মামুন বলেন, পরীক্ষার্থীদের ডেকে এনে পরীক্ষা স্থগিত করা মানে হাজার হাজার পরীক্ষার্থীকে ভোগান্তিতে ফেলা। ব্যাংক কর্তৃপক্ষের বিষয়টি বোঝা উচিৎ।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা গণমাধ্যমকে জানান, মোট পাঁচটি কেন্দ্রে পরীক্ষা নির্ধারণ ছিল। তবে ভুলক্রমে সকল প্রবেশপত্রে মিরপুর লেখা থাকায় পরীক্ষা স্থগিত করা হয়েছে। যেটা আজ পরীক্ষা শুরুর আগে বোঝা গেছে। অচিরেই পরীক্ষার আয়োজন করা হবে বলেও জানান তিনি।

 

আর/ডব্লিউএন

 

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি