ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪

২০ জনকে নিয়োগ দেবে বিআইডব্লিউটিএ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৬, ৩ জুন ২০১৮

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। প্রতিষ্ঠানটি ৬ পদে ২০ জনকে নিয়োগ দেবে। আগ্রহ থাকলে আপনিও আবেদন করতে পারেন।

১) পদের নাম ও পদসংখ্যা

সহকারী নৌ-সংরক্ষণ ও পরিচালন তত্ত্বাবধায়ক/উপাধ্যক্ষ ডিইপিটিসি পদে ৩ জন

যোগ্যতা

২য় মেট (এফজি) সার্টিফিকেট অথবা পদার্থ/গণিত/ভূগোল বিষয়ে স্নাতকোত্তরসহ সরকারী স্বায়ত্তশাসিত সংস্থায় ১ম শ্রেণির পদে আট বছরের অভিজ্ঞতা, যার মধ্যে পাঁচ বছর মেরিন সার্ভিসে চাকরি করার অভিজ্ঞতা থাকতে হবে। অথবা মেট (হোম ট্রেড) অথবা বাংলাদেশ নৌ-বাহিনীর এক্সিকিউটিভ শাখার সাব-লেফটেন্যান্ট। অভ্যন্তরীণ নদীপথে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স ২৭ হতে ৪০ হতে হবে।

বেতন

৩৫,৫০০-৬৭,০১০ টাকা

২) পদের নাম ও সংখ্যা

প্রধান প্রশিক্ষক, ডিইপিটিসি পদে ১ জন

যোগ্যতা

২য় মেট (এফজি) সার্টিফিকেট অথবা পদার্থ/গণিত/ভূগোল বিষয়ে স্নাতকোত্তরসহ সরকারী স্বায়ত্তশাসিত সংস্থায় ১ম শ্রেণির পদে আট বছরের অভিজ্ঞতা, যার মধ্যে পাঁচ বছর মেরিন সার্ভিসে চাকরি করার অভিজ্ঞতা থাকতে হবে। অথবা মেট (হোম ট্রেড) অথবা বাংলাদেশ নৌ-বাহিনীর এক্সিকিউটিভ শাখার সাব-লেফটেন্যান্ট। অভ্যন্তরীণ নদীপথে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স ২৭ হতে ৪০ হতে হবে।

বেতন

২২,০০০-৫৩,০৬০ টাকা

৩) পদের নাম ও সংখা

সহকারী প্রকৌশলী পদে ৩ জন

যোগ্যতা

পুর-কৌশল অথবা পানিসম্পদ এ স্নাতক প্রকৌশলী অথবা একই বিষয়ে এ, এম, আই, ই হতে সার্টিপিকেট থাকতে হবে। বয়স ২১ থেকে ৩০ হতে হবে।

বেতন

২২,০০০-৫৩,০৬০ টাকা

৪) পদের নাম ও সংখ্যা

উপ সহকারী প্রকৌশলী (পুর-কৌশল) এস্টিমেটর (সিভিল) পদে ৬ জন

যোগ্যতা

পুর-কৌশলে ডিপ্লোমাধারী হতে হবে।

বেতন

১৬,০০০-৩৮,৬৪০ টাকা

৫) পদের নাম ও সংখ্যা

জাহাজ উদ্ধারকারী তত্ত্বাবধায়ক (স্যালভেজ সুপারভাইজার) পদে ২ জন

যোগ্যতা

এস এস সি অথবা বাংলাদেশ নৌ-বাহিনী হতে ই,টি,আই এবং ২য় শ্রেণির ডুবুরীর সনদপত্র থাকতে হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে তত্ত্বাবধায়ক হিসেবে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন

১৬,০০০-৩৮,৬৪০ টাকা

৬) পদের নাম ও সংখ্যা

কারিগরি সহকারী পদে ৫ জন

যোগ্যতা

এস এস সি পাসসহ কোনও অনুমোদিত সরকারি কারিগরি প্রতিষ্ঠান হতে সাব ওভারসিয়ার/সার্ভে ফাইনাল পাস হতে হবে।

বেতন

১১,৩০০-২৭,৩০০ টাকা

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের www.jobsbiwta.gov.bd এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের সময়সীমা

আগ্রহী প্রার্থীরা আগামী ২১ জুন ২০১৮ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

সূত্র: সমকাল, ৩ জুন ২০১৮, পৃ.৬

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি