ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

সংজ্ঞাহীন মা, নবজাতককে বুকের দুধ খাওয়ালেন বাবা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৬, ৭ জুলাই ২০১৮

সদ্য এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ম্যাক্সামিলিয়ান এপ্রিল দম্পতি। কিন্তু সন্তানের জন্মের পরই আচমকা সংজ্ঞা হারান মা এপ্রিল। জরুরি চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় তাঁকে। তাঁর কন্যাসন্তানকে স্পর্শ করারও সুযোগ পাননি তিনি।

শিশু  রোজালিকে তুলে দেওয়া হয় তাঁর বাবা ম্যাক্সমিলিয়ানের হাতে। কিন্তু ছোট্ট মেয়ে মায়ের বুকের দুধ কীভাবে পাবে? কান্না থামছে না রোজালির।এমন পরিস্থিতিতে এক নার্স তাঁকেই ব্রেস্টফিডিং-এর পরামর্শ দিলেন। সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন বাবা।

কিন্তু কীভাবে সম্ভব সেটা? নার্সটি তাঁর গায়ে একটি প্লাস্টিকের নিপল শিল্ড লাগিয়ে দিলেন যার সঙ্গে একটি কৃত্রিম দুধ ভরা সিরিঞ্জের সংযোগ করা ছিল।আর তাতেই কাজ হল।

সদ্য বাবা হওয়া ম্যাক্সমিলিয়ানের কথায়, ‘আমি আমার সন্তানের মুখ দেখার সঙ্গে সঙ্গেই অনুভব করলাম তার সঙ্গে আমার নাড়ীর টান। অনুভব করলাম-তাকে কোলে নিতে হবে, তার স্তন্যপানের অভ্যাস তৈরি করতে সাহায্য করতে হবে।’

(সুত্রঃ কলকাতা ২৪ঘন্টা)  

কেআই/ এআর

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি