ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

অফিসেই ডায়েট!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫১, ১৮ জুলাই ২০১৭ | আপডেট: ২১:০৪, ২৬ জুলাই ২০১৭

সকালে ঘুম থেকে উঠেই শুরু হয় অফিসের ব্যস্ততা। তাড়াহুড়া করে নাস্তা খেয়েই যেতে হয় অফিসে। দিনভরই থাকতে হয় কর্মক্ষেত্রে। অনেকক্ষণ না খেয়ে থাকা অথবা ক্ষুধা দূর করার জন্য হুট করে অস্বাস্থ্যকর স্ন্যাকস খেয়ে ফেলা হয়ে যায় দৈনন্দিন রুটিন। আবার সাপ্তাহিক ছুটির দিনে ক্লান্তির কারণে শরীরচর্চাটাও হয়ে ওঠে না ঠিকঠাক। সব মিলিয়ে অনিয়মই যেন হয়ে ওঠে কর্মজীবীদের নিয়ম! তবে সুস্থ থাকতে সুষ্ঠু খাওয়া-দাওয়া ও নিয়মিত শরীরচর্চার বিকল্প নেই। ব্যস্ত জীবনেও কীভাবে মেনে চলবেন ডায়েট প্ল্যান, জেনে নিন সেটি-

বাসায় বানানো খাবার নিয়ে যান অফিসে

বাইরের খাবার যতটা সম্ভব এড়িয়ে চলুন। বাসায় বানানো খাবার নিয়ে যান অফিসে। এটি শরীর সুস্থ রাখার পাশাপাশি অযথা খরচের হাত থেকেও বাঁচাবে আপনাকে। 

অফিসের পর হাঁটুন

সম্ভব হলে অফিস ছুটির পর কিছুক্ষণ হেঁটে নিন। যাদের বাসা ও অফিসের দূরত্ব কম তারা হেঁটেই যাওয়া আসা করতে পারেন। এটি সুস্থ ও কর্মক্ষম রাখবে আপনাকে।

পানির বোতল রাখুন হাতের কাছেই

কাজের ব্যস্ততায় ঠিকমতো পানি পান করতে যেন ভুলে না যান সেজন্য নাগালের মধ্যেই রাখুন পানির বোতল। নিয়মিত পানি পান আপনাকে দূরে রাখবে বিভিন্ন রোগ থেকে।

বাদাম রাখুন সঙ্গে

অনেক সময় কাজের ফাঁকে হঠাৎ ক্ষুধা লাগলেও খাওয়ার সময় পাওয়া যায় না। এসময় ঝটপট বাদাম চিবিয়ে নিতে পারেন। অফিসে যাওয়ার সময়ই সঙ্গে বাদাম নিয়ে যান।

ফল খান নিয়মিত

কাজের ফাঁকে ফল খেতে পারেন। কাটা ফল খেতে যেমন সময় লাগে না, তেমনি স্বাস্থ্যও ভালো রাখে এটি। সুস্বাস্থ্য নিশ্চিত করতে জাঙ্ক ফুড ও কোল্ড ড্রিংক এড়িয়ে চলার কোনো বিকল্প নেই। সূত্র : বোল্ডস্কাই

আরকে/ডব্লিউএন     

 

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি