ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

চারশ` ছাড়াল সোনালী মুরগির দর

পার্থ সারথি

প্রকাশিত : ১৫:৫৬, ২৬ এপ্রিল ২০২৪

Ekushey Television Ltd.

অস্থির মাংসের বাজারে সোনালী মুরগির দর চারশ' ছাড়িয়েছে। প্রতি কেজি মুরগির দাম উঠেছে চারশ’ থেকে চারশ’২০ টাকা। তবে কিছুটা কমেছে ব্রয়লার মুরগির দাম। খাসির মাংসের দামও ১২শ’ টাকায় ঠেকেছে। মাছের বাজারও চড়া। তবে কিছুটা স্বস্তি ফিরেছে সবজির বাজারে। 

ঈদের পর ছুটির দিনে বাজারে ক্রেতার আনাগোনা অন্যান্য সময়ের তুলনায় কিছুটা কম। তারই প্রভাব পড়েছে সবজি বাজারে।

ব্রয়লার মুরগির দাম কমলেও সোনালি মুরগির দামে আগুন। দাম ঠেকেছে চারশ’ থেকে চারশ’ ২০ টাকায়। 

ব্যবসায়ীরা জানান, ককের দাম তো আকাশছোঁয়া। ঈদের পরে বিক্রি করেছি ৩৬০-৩৭০ টাকায়। এখন সেই ককের দর ৪২০ টাকা। মানুষ কিভাবে খাবে।

এদিকে মাছ ও মাংসের দাম চড়া। খাসির মাংস প্রতি কেজি ১২শ’ টাকায় ঠেকেছে। ব্যবসায়ীরা জানান, ঈদের সময় যা বিক্রি করেছি এখনও সেই দামেই বিক্রি করছি।

বাজারে মাছের সরবরাহ কম বলে অজুহাত বিক্রেতাদের। তারা জানান, মাছের দাম বাড়তি, এবার মাছের অনেক সংকট, কম পাওয়া যাচ্ছে। চাষের বড় রুইমাছ প্রতি কেজি ৫শ’ টাকা।

তবে স্বস্তি ফিরেছে সবজির বাজারে। গত সপ্তাহের তুলনায় কমেছে বেশিরভাগ সবজি। 

বাড়তি দামে বিক্রি হচ্ছে আলু ও পেঁয়াজ। উৎপাদনে ঘাটতি না থাকায় ডিমের দাম রয়েছে অপরিবর্তিত।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি