ঢাকা, বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪

ডেমরায় ঘুমন্ত অবস্থায় শরীরে হঠাৎ আগুন, ঝলসে গেল আটজন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৫, ২৩ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৯:০২, ২৪ অক্টোবর ২০১৭

রাজধানীর ডেমরায় একটি ফ্ল্যাটে অগ্নিকাণ্ডে একই পরিবারের সাতজনসহ আটজন দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। সোমবার ভোররাতে ডগাইল আল আমিন রোডে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- আলমগীর (৪৫), তার স্ত্রী ফেরদৌসী (৩৫), তাদের সন্তান ইমন (১৫), শিপন (১২) ও তাসিন (২), আলমগীরের ভাতিজা তোফায়েল (২৪) ও তার স্ত্রী রত্না (১৮) এবং সাবলেট ভাড়াটিয়া আরিফ (৩৪)।


দগ্ধ ফেরদৌসী জানান, দুই মাস আগে তারা দ্বিতীয়তলা ওই ফ্লাটের দ্বিতীয়তলা ভাড়া নেন। ভোরে ছেলেদের চিৎকারে ঘুম উঠে দেখতে পান আগুন লেগেছে। কিছু বোঝার আগেই দেখেন সবার শরীর আগুনে ঝলসে গেছে।


তিনি আরও জানান, ফ্লাটে উঠার পর থেকে তারা লিক হওয়া গ্যাসের গন্ধ পান। বিষয়টি বাড়িওয়ালাকে জানানো হলেও কোনো প্রতিকার হয়নি। তবে লিক হওয়া গ্যাস থেকে আগুন লেগেছে কী না তা তিনি নিশ্চিত নন বলেও জানান ফেরদৌসী। তিনি কী কারণে অগ্নিকাণ্ডে ঘটল তিনি নিশ্চিত নন বলে জানিয়েছেন।


ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, দগ্ধরা বার্ন ইউনিটে চিকিৎসাধীন। এর মধ্যে একই পরিবারের সাত জন রয়েছেন।


ডেমরা থানার ওসি কাওসার আহমেদ সমকালকে জানান, গ্যাসের চূলা লিক হওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি