ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

বিএনপির অবস্থা ভালো না: এরশাদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৪, ১৮ আগস্ট ২০১৮ | আপডেট: ১৬:৩৭, ১৮ আগস্ট ২০১৮

বিএনপির সাংগঠনিক দূরাবস্থার সমালোচনা করে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, বিএনপির অবস্থা ভালো নেই। বিএনপি আগামী জাতীয় নির্বাচনে অংশ নিলে জোটগতভাবে, আর না নিলে এককভাবে নির্বাচন করবে জাতীয় পার্টি।

আজ শনিবার সকালে রংপুর সার্কিট হাউজে জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার উদ্বোধন করে তিনি এসব কথা বলেন।

এরশাদ বলেন, জাতীয় পার্টি নির্বাচনমুখী দল, নির্বাচনে অংশ নেবে। বিএনপি নির্বাচনে আসবে কি আসবে না, তারাই ভালো জানে। এ ব্যাপারে আমি কিছু বলতে চাই না। তবে রংপুরের ২৩টি আসনই আমরা চাই।

এরশাদের সফরসঙ্গী হিসেবে রয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু ও মেজর (অব.) মো. খালেদ আখতার।

/ এআর /


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি