ঢাকা, বুধবার   ০৮ মে ২০২৪

রাজধানীতে বস্তির আড়াই শতাধিক ঘর পুড়ে ছাই (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৪, ১৭ জুন ২০১৮ | আপডেট: ১৬:২৭, ১৭ জুন ২০১৮

আগুনে পুড়ে গেছে রাজধানীর ভাটারার ফাঁসেরটেক বস্তির আড়াই শতাধিক ঘর। তবে, এ ঘটনায় কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। নগদ টাকা ও সহায় সম্বল হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর সময় কাটাচ্ছেন এসব বস্তিবাসী।

রাত হতে না হতেই শেষ হলো ঈদ আনন্দের রেশ।

সর্বগ্রাসী আগুন নিমিষেই ছাই করেছে, রাজধানীর ভাটারা ফাঁসের টেক বস্তি। রাত সাড়ে দশটায়, চুলার আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পরো বস্তিতে।  

শুধু প্রাণ নিয়ে, নিরাপদ স্থানে সরে আসতে পেরেছেন বস্তিবাসীরা। টাকা-পয়সা, চাল-চুলো, কোন কিছুই রক্ষা করতে পারেননি তারা।

ঘটনাস্থলে যাওয়ার রাস্তা সরু হওয়ায় দেরীতে পৌছে ফায়ার সার্ভিস। এরই মধ্যে সহায়-সম্বল সব পুড়ে ছাই। 

নগদ টাকা সহ ক্ষয়ক্ষতির পরিমান অনেক বেশি বলে, জানিয়েছেন এসব সহায়-সম্বলহীন মানুষ।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি