ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

গবেষণা

সুস্বাদু আর স্পাইসি খাবার বাড়ায় গোপন শক্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৬, ৬ জুন ২০১৮ | আপডেট: ১৭:১০, ৬ জুন ২০১৮

আপনার সঙ্গীকে যত বেশি সুস্বাদু আর স্পাইসি খাবার খাওয়াবেন, ততই তার সহবাসের ইচ্ছে বাড়বে, ফলে বিছানায় আপনিও পাবেন শারীরিক আর মানসিক তৃপ্তি৷ সম্প্রতি ফ্রান্সে একটি গবেষণায় উঠে এসেছে এই তথ্য৷

কারণ হিসেবে বলা হচ্ছে, যত বেশি করে স্পাইসি খাবার পুরুষরা খান, তত বেশি করে তাদের শরীর থেকে নির্গত হয় টেস্টোস্টেরন হরমোন৷ ফলে সেক্সেও আসে বাড়তি সাফল্য৷ ফ্রান্সের গ্রেনেবাল বিশ্ববিদ্যালয়ের সমীক্ষকরা এই গবেষণার সময় ১১৪ জন পুরষকে বেছে নিয়েছিলেন যাদের বয়স ১৮-৪৪ বছরের মধ্যে৷

প্রথমেই তাদের স্পাইসি পেপার সস আর লবণ দিয়ে স্ম্যাসড পটেটো খেতে দেওয়া হয়েছিল৷ আর তার পরের ঘটনাটাই রীতিমতো চাঞ্চল্যকর৷ যারা খাওয়ার সময় প্লেটে বেশি করে স্পাইসি সস নিয়েছেন, খাওয়ার পর পরই তাদের স্যালাইভা স্যাম্পেল পরীক্ষা করে দেখা গিয়েছিল, তাতে বেড়ে গিয়েছিল টেস্টোস্টেরনের মাত্রা৷

গবেষণার অন্যতম সহযোগী লরেন্ট বেগের মতে, স্পাইসি খাবারে টেস্টোস্টেরন বাড়ে, এটা ঠিক, কিন্তু কেনও বাড়ে বা কীভাবে বাড়ে, সে সম্পর্কে এখনও পুরো তথ্য পাওয়া যায়নি৷ তবে আশা করা যাচ্ছে, অচিরেই গবেষণায় উঠে আসবে পুরো মেকানিজমটা৷ আর শরীরে টোস্টোস্টেরন হরমোনের মাত্রা কমে গেলে, তা শরীরে অবসাদ বা ক্লান্তি নিয়ে আসে৷ ফলে কমে যায় সহবাসের ইচ্ছাও৷

তবে সমসময়েই সহবাসের আগে প্রচুর পরিমাণে স্পাইসি ফুড খেতে হবে, এমন কোনও লিখিত নিয়ম নেই৷

সূত্র: কলকাতা ২৪x৭

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি