ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

স্বপ্নে সাপ দেখার অর্থ যৌন আবেগ: গবেষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৩, ১৩ আগস্ট ২০১৮

ঘুমের মধ্যে মানুষ নানান বিষয়ে স্বপ্ন দেখে। স্বপ্ন দেখা একটা স্বাভাবিক ঘটনা। এমন কথাই বলেন মনস্তত্ত্ববিদরা। তবে স্বপ্নের বিষয় বস্তু কী, এর হেতু কী, সেটা বুঝা খানিকটা মুশকিল। স্বপ্ন বিশ্লেষণ করে সবাই করতে পারে না।

মনস্তত্ত্বের জনক অস্ট্রিয়ান স্নায়ু চিকিৎসক সিগমুন্ড ফ্রয়েড এই বিষয়ে এমন তথ্য দিয়েছিলেন, ‘কোনও নারী যদি স্বপ্নে সাপ দেখেন তাহলে বুঝতে হবে তাঁর মধ্যে যৌন আবেগ কাজ করছে। সাপকে পুরুষাঙ্গ হিসেবেই  বর্ণনা করেছেন ফ্রয়েড।

পরবর্তীকালে, অবশ্য স্বপ্নে সাপ দেখা নিয়ে আরও পরীক্ষা-নিরীক্ষা করা  হয়েছে। যেখান থেকে পাওয়া যায় আরও বেশ কিছু বিশ্লেষণ। সর্বভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উল্লেখিত হয়েছে এমনই কিছু বিশ্লেষণ—

১। প্রবর্তন— আপনার জীবনে পরিবর্তন আসছে। জীবনের বাধা-বিপত্তি অতিক্রম করে আপনি এবার এগিয়ে যাবেন নতুন দিকে।

২। সাবধান বাণী— আপনি যাকে সব থেকে বেশি বিশ্বাস করেন, সেই হয়তো বিশ্বাসঘাতকতা করবে আপনার সঙ্গে। এমন কোনও কথা যা আপনার জানা, কিন্তু কোনও কারণে তা স্বীকার করছেন না আপনি।

৩। আধ্যাত্মিক চেতনা— ‘কুণ্ডলিনী’  মানুষের শরীরের এক প্রকার আধ্যাত্মিক শক্তির জেগে ওঠাকেও বোঝায় স্বপ্নে সাপ দর্শন।

৪। যদি কেউ দেখে যে, সাপ তাঁর ক্ষতি করছে, তা হলে বুঝতে হবে জীবন থেকে কোনও কিছু বাদ দিতে হবে। হতে পারে তা কোনও বস্তু, কোনও সম্পর্ক, বা কোনও এক বিশেষ ব্যক্তি।

(সূত্রঃ এবেলা)

কেআই/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি