ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

ফায়ার সার্ভিসে নেবে ৯৯ জন ড্রাইভার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৭, ৫ অক্টোবর ২০১৭

জনবল নিয়োগ দেবে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর। ড্রাইভার পদে মোট ৯৯ জনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। এ লক্ষ্যে সম্প্রতি আবেদন চেয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। আগ্রহ থাকলে আপনিও আবেদন করতে পারেন। তার আগে বিজ্ঞপ্তিতে চোখ বুলিয়ে নিন একবার।


আবেদনের যোগ্যতা
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফায়ার সার্ভিসে ড্রাইভার পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অষ্টম শ্রেণি পাস। বৈধ লাইসেন্সসহ হালকা ও ভারী গাড়ি চালনায় অভিজ্ঞ হতে হবে। উচ্চতা থাকতে হবে কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ ৩২ ইঞ্চি ও ওজন ১১০ পাউন্ড।


বয়সসীমা
চালক পদে আবেদনের বয়সসীমা ১ সেপ্টেম্বর, ২০১৭ তারিখে বয়স ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের বেলায় বয়স সর্বোচ্চ ৩২ বছর।


যেভাবে আবেদন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে ড্রাইভার পদে চাকরির আবেদন ফরম প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া আছে। এছাড়া অধিদপ্তরের ওয়েবসাইটেও পাওয়া যাবে আবেদন ফরম। আবেদন ফরম পূরণ করে সঙ্গে ১০০ টাকার ট্রেজারি চালান কোড নম্বর ১-৭৩৬১-০০০০-২০৩১-এর অনুকূলে বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকে জমা করে ট্রেজারি চালানের মূলকপি ও সা¤প্রতিক তোলা পাসপোর্ট সাইজের চার কপি ছবি পূরণকৃত আবেদনের সঙ্গে সংযুক্ত করে বাছাই পরীক্ষার দিন সঙ্গে রাখতে হবে। এছাড়া সঙ্গে রাখতে হবে বৈধ ড্রাইভিং লাইসেন্স ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।


ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের প্রার্থীদের পরীক্ষা ২৯ অক্টোবর ও রাজশাহী, রংপুর, বরিশাল ও খুলনা বিভাগের প্রার্থীদের পরীক্ষা নেওয়া হবে ৩০ অক্টোবর, ২০১৭। সব বিভাগের প্রার্থীদের নির্ধারিত তারিখে সকাল ৮টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্স, মিরপুর-১০ (গোল চত্বর), ঢাকায় উপস্থিত থাকতে হবে।


পরীক্ষা পদ্ধতি
আবেদন ফরম পাওয়া যাবে অধিদপ্তরের ওয়েবসাইটে (িি.িভরৎবংবৎারপব.মড়া.নফ) । সরাসরি উপস্থিতির মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শারীরিক যোগ্যতা পরীক্ষা, ড্রাইভিং টেস্ট, ব্যবহারিক, লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থী বাছাই করা হবে। প্রথমেই দেখা হবে ফিজিক্যালি সব ঠিক আছে কি না। এর পর নেওয়া হবে ড্রাইভিং টেস্ট। গাড়ির সামান্য সমস্যাবলি কিভাবে সারাতে হয় সে বিষয়ে নেওয়া হবে ব্যবহারিক পরীক্ষা। এসব ধাপে উত্তীর্ণ হলে একই দিনে বসতে হবে লিখিত পরীক্ষায়। ফলাফল জানিয়ে দেওয়া হবে একই দিনে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের  বসতে হবে মৌখিক পরীক্ষা বা ভাইভায়। ভাইভায় ভালো করতে পারলেই জুটবে চাকরি।


বেতন-ভাতা
ফায়ার সার্ভিসে চালক পদে চুড়ান্ত নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুসারে  ৯৭০০-২৩৪৯০ টাকা হারে মাসিক বেতন পাবেন।


//এআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি