ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪

পাঙ্গাশের দাম বাড়লেও, বাড়ে না নিম্নস্তরের সিগারেটের দাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৩, ২৬ এপ্রিল ২০২৪

২০২১ সালের তুলনায় ২০২৩ সালে পাঙ্গাশ মাছের দাম বেড়েছে ৪৭ শতাংশ। অন্যান্য মাছের তুলনায় এই মাছের দাম কম। যা নিম্নআয়ের মানুষের অন্যতম খাবার। নিম্নআয়ের মানুষের প্রোটিনের চাহিদা পূরণে পাঙ্গাস মাছ বেশ গুরুত্বপূর্ণ। সেই পাঙ্গাশ মাছের দাম নিয়মিত বেড়েছে। অথচ বাড়েনি নিম্নস্তরের সিগারেটের দাম।

ওই সময়ের মধ্যে নিম্নস্তরের সিগারেটের দাম বেড়েছে ১৫ দশমিক ৩৮ শতাংশ। নিম্নআয়ের মানুষই সাধারণত নিম্নস্তরের সিগারেটের ভোক্তা। দাম না বাড়ানোর কারণে নিম্নআয়ের মানুষের হাতের নাগালেই থাকছে নিম্নস্তরের সিগারেট। এতে বেড়েছে ভোক্তা আর স্বাস্থ্যঝুঁকি। 

২০২৪-২০২৫ অর্থবছরের বাজেটে জনস্বাস্থ্য সুরক্ষায় সবধরনের তামাকপণ্যের দাম কার্যকরভাবে বাড়ানোর দাবি জানিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বক্তারা। গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স- আত্মা গত শনিবার জাতীয় প্রেসক্লাবে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করে। 

সংবাদ সম্মেলনে নিম্নস্তরে প্রতি ১০ শলাকা সিগারেটের চূড়ান্ত খুচরা মূল্য ৪৫ টাকা থেকে বাড়িয়ে ৬০ টাকা নির্ধারণ করার দাবি জানানো হয়। বক্তারা জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বর্তমানে ১০০ প্যাকেট সিগারেট কিনতে ব্যক্তির আয়ের যতটুকু ব্যয় করতে হয়, তা আগের তুলনায় ১৫ শতাংশ কম যা নিম্নস্তরের সিগারেটের উল্লেখযোগ্য হারে মূল্যবৃদ্ধির পরামর্শ দেয়। 

সংবাদ সম্মেলনে বলা হয়, এনবিআরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ২০০৬-০৭ সালে নিম্নস্তরের সিগারেটের মার্কেট শেয়ার ছিল মাত্র ২৫ শতাংশ। যা ব্যাপকহারে বেড়ে ২০২০-২১ সালে ৭৫ শতাংশে দাঁড়িয়েছে। অথচ সে হারে বাড়েনি নিম্নস্তরের সিগারেটের দাম। 

সংবাদ সম্মেলনে কৃষি বিপণন অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য থেকে সাত মহানগরীর নিত্যপ্রয়োজনীয় পণ্যের গড় খুচরা মূল্যের বিশ্লেষণ তুলে আলোচনা করা হয়। ২০২১ সালের তুলনায় ২০২৩ সালে খোলা চিনির দাম ৮৯ শতাংশ, আলু ৮৭ শতাংশ, খোলা আটা ৭৫ শতাংশ, পাঙ্গাস মাছ ৪৭ শতাংশ, ডিম ৪৩ শতাংশ, সয়াবিন তেল ৩৪ শতাংশ, গুঁড়ো দুধ ৩০ শতাংশ এবং ব্রয়লার মুরগির দাম বেড়েছে ২৭ শতাংশ। সেখানে নিম্নস্তরের সিগারেটে দাম বেড়েছে ১৫ দশমিক ৩৮ শতাংশ। 

ওই তথ্য তুলে ধরে বক্তারা বলেন, নিম্নআয়ের মানুষের হাতের নাগালেই থেকে যাচ্ছে নিম্নস্তরের সিগারেট। যা নিম্নআয়ের মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জামান আহমদ, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজের রিসার্চ ডিরেক্টর ড. মাহফুজ কবীর, প্রজ্ঞার নির্বাহী পরিচালক এ বি এম জুবায়ের।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি