ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

কোচ হিসেবে সাম্পাওলিকে পেতে চায় ৩ দেশ   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২০, ৯ জুলাই ২০১৮

রাশিয়া বিশ্বকাপ ট্রফির অন্যতম দাবিদার ছিল সাবেক বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কিন্তু মেসিদের সেই স্বপ্ন পূরণ করতে পারেননি কোচ হোর্হে সাম্পাওলি। বিশ্বকাপের হাড্ডাহাড্ডি লড়াইয়ে থেমে যায় শেষ ষোলোতে এসে। ফলে গুঞ্জন ওঠে তিনি চাকরি ছাড়ছেন। আর্জেন্টিনার চাকরি ছেড়ে বেকার বসে থাকার সুযোগ নেই সাম্পাওলির।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে খবর, সাম্পাওলিকে কোচ হিসেবে পেতে মরিয়া উত্তর আমেরিকা তথা কনকাকাফ অঞ্চলের বিভিন্ন দেশ।  

আর্জেন্টিনার টিভি স্পোর্টস চ্যানেল টিওয়াইসি স্পোর্টস এর বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক স্পোর্টস ওয়েবপোর্টাল স্টারস এন্ড স্ট্রাইপস এফসি বলছে, সাম্পাওলিকে হেড কোচের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া কোস্টারিকা ও মেক্সিকোর মতো শক্তিশালী দলগুলোও তাকে প্রধান কোচ হিসেবে পাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

এসব দেশের কোনটিকে তিনি সম্মতি জানিয়েছেন কিনা তা এখনও জানানো হয়নি। তার সহকারী কোচ ও আর্জেন্টাইন ফুটবলের আরও দুই কর্মকর্তা সরে দাঁড়ানোয় তিনিও পদত্যাগ করবেন এটা মোটামুটি নিশ্চিত।

কেআই/এসি   

 

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি