ঢাকা, রবিবার   ১৬ জুন ২০২৪

আনার হত্যা: আসছে ভারতীয় তদন্ত দল, অন্যতম সন্দেহভাজন গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৫, ২৩ মে ২০২৪ | আপডেট: ১৫:২৯, ২৩ মে ২০২৪

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনা তদন্তে ঢাকায় আসছে ভারতীয় পুলিশের তদন্ত দল। দুপুরে ঢাকায় পৌঁছানোর পর তারা দেখা করবে গোয়েন্দা পুলিশের সঙ্গে। 

এদিকে আনার হত্যায় জড়িত অন্যতম সন্দেহভাজন সিয়ামকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। ফরেনসিক তদন্তের জন্য ঘটনাস্থল থেকে তথ্য-উপাত্তও সংগ্রহ করেছে তারা। 

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনা তদন্ত করছে বাংলাদেশ ও ভারত। গঠন করা হয়েছে স্পেশাল তদন্ত টাস্কফোর্স। এরই ধারাবাহিকতায় দুপুরে ঢাকায় আসছে ভারতীয় পুলিশের তদন্ত দল।  

দুই সদস্যের দলটি আনার হত্যাকাণ্ড নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও পরিবারের সঙ্গে কথা বলবেন। বাংলাদেশে গ্রেপ্তার সন্দেহভাজন তিন আসামিকেও জিজ্ঞাসাবাদ করবেন তারা।

বাংলাদেশের পাশাপাশি কলকাতায়ও আনার হত্যা তদন্তে তৎপর পুলিশ। নতুন করে আরেক সন্দেহভাজন সিয়ামকে গ্রেফতার করেছে তারা।  

নিউটাউনে ঘটনাস্থলে ওই ফ্ল্যাট থেকে রক্তের নমুনাসহ ফরেনসিক তদন্তের সব তথ্য উপাত্ত সংগ্রহ করেছে পুলিশ। একইসঙ্গে ওই ভবনসহ আশপাশের ভবনের সিসিটিভি ফুটেজও সংগ্রহ করেছে পুলিশ।

এছাড়া ঘটনাস্থলের কাছ থেকে জব্দ করা হয় গাড়ি। সেখান থেকেও নমুনা সংগ্রহ করা হয়েছে। 

বুধবার জানা যায়, কলকাতার নিউটাউনে সঞ্জীবা গার্ডেনস আবাসিক ভবনের ভেতরে খুন হন আনোয়ারুল আজীম। তবে সেখানে তার মরদেহ মেলেনি। 

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি