ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

ব্রণে ভরে গেছে মুখ? হাতের কাছেই রয়েছে চটজলদি সমাধান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৭, ১৪ জানুয়ারি ২০২৩ | আপডেট: ১৫:৩৮, ২৬ জুন ২০২৩

ব্রণ, পিম্পলের সমস্যা নতুন কিছু নয়। কম বয়সে তো হয়ই, এমনকি বয়স বাড়লেও এর হাত থেকে রেহাই নেই। নারী, পুরুষ নির্বিশেষে সকলেই ত্বকের এই সমস্যায় ভোগেন। বিশেষ করে যাঁদের ত্বক তৈলাক্ত, ব্রণের সমস্যা যেন আরও জাঁকিয়ে বসে।

কপাল, চিবুক, নাকের চারপাশ, গালে সবচেয়ে বেশি ব্রণ হয়। শরীরে হরমোনের তারতাম্য, স্ট্রেস, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া এবং অপরিচ্ছন্নতার মতো বিভিন্ন কারণে কপাল ব্রণ দেখা দেয়।

নামীদামী প্রসাধনী ব্যবহার করেও মুক্তি মেলে না ব্রণর হাত থেকে। এমন কিছু সহজ ঘরোয়া টোটকার হদিশ দেওয়া হল, যা প্রয়োগ করে কপালের ব্রণ সারিয়ে ফেলতে পারবেন সহজেই।

অ্যালোভেরা: অ্যালোভেরা বা ঘৃতকুমারীতে রয়েছে অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য, যা কপালে ব্রণ ও পিম্পল উপশমে সাহায্য করে। যেখানে ব্রণ হয়েছে, সেই জায়গায় সামান্য অ্যালোভেরা জেল লাগিয়ে ৩০ মিনিট রেখে দিন। তারপর ধুয়ে ফেলুন। প্রতিদিন এক থেকে দু'বার অ্যালোভেরা লাগাতে পারেন।

টি ট্রি অয়েল: টি ট্রি অয়েলে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং প্রদাহ-বিরোধী বৈশিষ্ট্য। যা ব্রণ কমায় এবং ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার বিরুদ্ধেও লড়াই করে। ১-২ ফোঁটা টি ট্রি অয়েলের সঙ্গে ১ চা চামচ আমন্ড অয়েল মিশিয়ে নিন। তেলের এই মিশ্রণে তুলো ভিজিয়ে আক্রান্ত স্থানে লাগান। সারা রাত এ ভাবে রেখে দিন। প্রতিদিন একবার আপনি এটি করতে পারেন। তবে টি ট্রি অয়েল ব্যবহারে অনেকের ত্বকেই জ্বালাপোড়া হয়। আপনার যদি এই তেলে অ্যালার্জি থাকে, তাহলে ভুল করেও এই পদ্ধতি অনুসরণ করবেন না।

আপেল সাইডার ভিনেগার: আপেল সাইডার ভিনেগার অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য সমৃদ্ধ। এটি ব্রণ নিরাময়ে সাহায্য করে। ১ টেবিল চামচ আপেল সাইডার ভিনেগারে ৩ টেবিল চামচ পানি মিশিয়ে মুখে লাগান। সারা রাত রেখে দিন। প্রতিদিন বা একদিন ছাড়া দিনে একবার এটি লাগাতে পারেন। আপেল সাইডার ভিনেগারে পানি না মিশিয়ে ব্যবহার করা হলে ত্বকে জ্বালা হতে পারে। তাই খুব সতর্ক থাকুন।

লেবুর রস: ভিটামিন সি সমৃদ্ধ লেবু ব্রণ কমাতে দারুণ কার্যকর। ১ চা চামচ লেবুর রসে ২-৩ চা চামচ পানি মিশিয়ে মুখে লাগান। আধ ঘণ্টা পর মুখ ধুয়ে ফেলুন। একদিন ছাড়া দিনে একবার এটি প্রয়োগ করতে পারেন। তবে লেবুর রস ব্যবহারে ত্বকে জ্বালা হতে পারে। সেক্ষেত্রে লেবুর রস ব্যবহার না করাই ভাল। মধু মধুতে প্রদাহ বিরোধী এবং ব্যাকটেরিয়ারোধী বৈশিষ্ট্য রয়েছে। ব্রণ সারাতে মধুর জুড়ি মেলা ভার। কপালে ব্রণর জায়গায় মধু লাগিয়ে আধ ঘণ্টা রেখে দিন। তারপর ধুয়ে ফেলুন। ব্রণ না সারা পর্যন্ত প্রতিদিন একবার মধু লাগাতে পারেন।

টমেটো: টমেটো ভিটামিন সি সমৃদ্ধ। এতে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্যও রয়েছে। কপালে ব্রণ দূর করতে খুব কার্যকর টমেটো। একটি টমেটো অর্ধেক কেটে নিয়ে সারা মুখে ঘষে নিন। ১৫ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। প্রতিদিন একবার এই পদ্ধতি প্রয়োগ করতে পারেন।

সূত্র: বোল্ডস্কাই

এসবি/ 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি