ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪

ভোটযুদ্ধে ডিজিটালের ছোঁয়া (ভিডিও)

সাইদুল ইসলাম

প্রকাশিত : ১১:২৩, ৩০ ডিসেম্বর ২০২৩

ডিজিটাল বাংলাদেশে নির্বাচনেও ডিজিটালের ছোঁয়া। বেড়েছে অনলাইনে প্রচার-প্রচারণা। সময় ও অর্থের পাশাপাশি সাশ্রয় হচ্ছে কর্মঘণ্টা, কমছে শব্দদূষণ। কর্মসংস্থান আর আয়ের সুযোগ বেড়েছে ফ্রিল্যান্সারদেরও। 

ডিজিটাল থেকে স্মার্ট দেশের পথে বাংলাদেশ। ভোটযুদ্ধে প্রার্থীদের প্রচার-প্রচারণাও র্স্মাট। অফলাইন গণসংযোগ, পোস্টার-ব্যানার-লিফলেট-মাইকিংয়ের সাথে চলছে অনলাইন ক্যাম্পেইন। 

প্রচলিত ধারায় একসঙ্গে অল্প কিছু মানুষের সাথে যোগাযোগ করতে পারেন প্রার্থীরা। শারীরিক-মানসিকভাবে নেতিবাচক প্রভাব পড়ার সঙ্গে প্রচার-প্রচারণা হয়ে ওঠে ব্যয়বহুল। 

কিন্তু অনেক বেশি স্ট্যান্ডার্ড অনলাইন ক্যাম্পেইনে স্বল্প ব্যয়ে মুহূর্তেই পৌঁছানো যায় হাজারো ভোটারের কাছে। হয় না শব্দদূষণও।  

অধিকাংশ মানুষই এখন সরব সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অনলাইন প্লাটফর্মে। অনলাইন ক্যাম্পেইন তাই বেশি গুরুত্ববাহী। 

দৈনিক কালবেলার হেড অব অনলাইন পলাশ মাহমুদ বলেন, “কাস্টমাইজ ওয়েতে অর্ডিয়্যান্স টার্গেট করে প্রার্থী ক্যাম্পেইন বার্তা পাঠাতে পারছেন। একটা পোস্টার দেয়ালের লাগালে সেই পোস্টারটা একদিনই পরেই নষ্ট হয়ে যেতে পারে বা কেউ ছিঁড়ে নিয়ে যেতে পারেন। কিন্তু অনলাইনে যখন প্রার্থী ক্যাম্পেইন করবেন সেটা থেকেই যাবে।”

ডিজিটাল প্লাটর্ফম বিশেষজ্ঞ কে এম আমিনুর রহমান বলেন, “নির্বাচনে প্রচার-প্রচারণা খুবই পরিশ্রমই একটা কাজ। সেই সকালবেলা বের হয়ে রাত ২-৩টা পর্যন্ত বিভিন্ন জায়গায় ঘুরছেন, বিভিন্ন মানুষের সঙ্গে দেখা করছেন। সেক্ষেত্রে সর্বোচ্চ সে ৩শ’ থেকে ৩ হাজার মানুষের কাছে যেতে পারছেন। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় কাজ করার মাধ্যমে সে চাইলে একদিনে ১ লাখ মানুষের কাছে রিচ করতে পারে। সুতরাং ডিজিটালের মাধ্যমে অল্প সময়ের মধ্যে অনেক বেশি মানুষের মাঝে রিচ করা যাচ্ছে। ইফেক্টিভ ওয়েতে বিভিন্ন রকমভাবে ম্যাসেজ দেয়া যাচ্ছে।”

অর্থনৈতিক সমৃদ্ধির বড় সুযোগ পাচ্ছেন ফ্রিলান্সাররাও। 

পলাশ মাহমুদ বলেন, ‘এখানে ওয়েস্ট বা শব্দদূষণের কিছু নেই, মানুষের ভীড় বা ট্রাফিক জ্যাম হবে না। অনলাইন ক্যাম্পেইনে এই সুবিধাগুলো রয়েছে। এটা একদিকে যেমন সাশ্রয়ী অন্যদিকে এটা পরিবেশবান্ধব।”

স্মার্ট বাংলাদেশ গড়ার অগ্রগতিকে আরও একধাপ এগিয়ে নেবে এবারের ভোট- বলছেন সংশ্লিষ্টরা। 

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি