ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

আদর্শের মিল থাকলে যে কেউ আসতে পারে ২০ দলে : ফখরুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৩, ৬ আগস্ট ২০১৭ | আপডেট: ১৫:৪৭, ৮ আগস্ট ২০১৭

ফাইল ছবি

ফাইল ছবি

আদর্শের সঙ্গে মিল থাকলে যেকোনো ব্যক্তি বা সংগঠন ২০-দলীয় জোটে যোগ দিতে পারে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, যেকোনো ব্যক্তি বা সংগঠন আমাদের জোটের সঙ্গে আসতে পারেন, যদি তারা আমাদের সঙ্গে একমত হন।


বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি জিয়ারত শেষে ফখরুল এসব কথা বলেন।


বুধবার সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর বাসায় কয়েকটি সংগঠনের জ্যেষ্ঠ নেতারা বৈঠক করেন। সেই জোট গঠনের প্রতিক্রিয়ায় ফখরুল বলেন, গণতন্ত্রকে রক্ষার জন্য, গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্য, এই সরকারের যে অগণতান্ত্রিক আপনার দমননীতি চলছে, তার বিরুদ্ধে যদি অন্যান্য রাজনৈতিক দল জোট গঠন করে, তারা রাজনীতি করতে চায়, সংগ্রাম করতে চায় গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, আন্দোলন করতে চায়, সেখানে আমাদের সম্পূর্ণ সম্মতি এবং আমাদের সমর্থন থাকবে।


এসময় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ড্যাব নেতা ডা. এ জেড এম জাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
//এআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি