প্রাক-প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:০৯ পিএম, ১১ জানুয়ারি ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ১১:০০ পিএম, ১২ জানুয়ারি ২০১৮ শুক্রবার

সারাদেশে ১০ হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেবে সরকারি প্রাক-প্রাথমিক বিদ্যালয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) বলছে, শিক্ষক সংকট নিরসনে আগামী তিন মাসের মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। শিক্ষক নিয়োগের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে বলেও অধিদপ্তর থেকে জানানো হয়।
বর্তমানে পুল-প্যানেল শিক্ষকদের নিয়োগ কার্যক্রম শেষ হওয়ায় নতুনভাবে সহকারী শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে চলতি সপ্তাহের শুরুতে ডিপিইতে একটি সভা হয়েছে। সে সভায় ২০১৪ সালের নিয়োগ কার্যক্রম পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়।
নিয়োগ সংক্রান্ত বিষয়ে ডিপিই’র অতিরিক্ত মহাপরিচালক মো. রমজান আলী জানান, ২০১০ সালের স্থাগিত সহকারী শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু করা হয়েছে। আগামী তিন মাসের মধ্যে এ কার্যক্রম শেষ করা হবে। চলতি সপ্তাহে সভা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষক সংকট দূরীকরণে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।
তিনি আরো বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী আমরা পুল-প্যানেল শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া শেষ করেছি। বয়স উত্তীর্ণ হওয়ায় সাতজন শিক্ষককে নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। বিষয়টি আমরা লিখিভাবে আদালতকে জানিয়েছি। ফলে এখন নতুন করে শিক্ষক নিয়োগে আর কোনো জটিলতা নেই।
তিনি বলেন, সারাদেশের প্রাথমিক স্কুলগুলোতে সহকারী শিক্ষক সংকট রয়েছে। এ কারণে স্থগিত নিয়োগ কার্যক্রম শেষে শূন্য আসনগুলোতে নতুন করে নিয়োগ কার্যক্রম শুরু করা হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০১৪ সালের ৯ ডিসেম্বর থেকে আবেদন শুরু হয়ে ২০১৫ সালের ১২ জানুয়ারি পর্যন্ত চলে আবেদন প্রক্রিয়া, সেখানে ১০ হাজার আসনে প্রায় ১২ লাখ আবেদন জমা পড়ে। পরে মামলা জটিলতায় এ নিয়োগ প্রক্রিয়া স্থগিত হয়ে যায়।
এরপর পুল ও প্যানেলের সকল শিক্ষককে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ লক্ষ্যে গত ৩০ মার্চের মধ্যে এসব শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। এ নির্দেশনার ভিত্তিতে দেশের সব জেলা থেকে শূন্য আসনের তালিকা সংগ্রহ করে নিয়োগ প্রক্রিয়া শুরু করে প্রাথমিক ও শিক্ষা অধিদফতর।
এম/টিকে
- সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মিছিল-সমাবেশ
- মার্কিন মানবাধিকার প্রতিবেদন কূটনৈতিক শিষ্টাচার-বহির্ভূত
- পুরুষদের জন্য জন্ম নিয়ন্ত্রক ট্যাবলেট
- অনৈতিক সেবার বিনিময়ে বাড়ি ভাড়া যুক্তরাজ্যে
- কোটা সংস্কার চায় সংসদীয় কমিটি
- ব্র্যান্ড ট্রাস্ট রিপোর্টে সবচেয়ে বিশ্বস্ত ব্র্যান্ড স্যামসাং
- বিজ্ঞান ও প্রযু্ক্তি মন্ত্রণালয়ে চাকরির সুযোগ
- শুরু হয়েছে নোভা থ্রিই’র প্রি-বুকিং
- ইসলামী ব্যাংক কুমিল্লা ও নোয়াখালী জোনের সম্মেলন অনুষ্ঠিত
- ডয়চে ভেলের বিশ্লেষণ
ইইউ সংস্কার ইস্যুতে মেরকেল-মাক্রোর দূরত্ব বাড়বে - আওয়ামী লীগ ও বিএনপিকে নিয়ে বিজেপি`র ভাবনা কী?
- নিষেধাজ্ঞার সময়ে বিয়ে করবেন স্মিথ
- নির্বাচনে না এলে জনগণ বিএনপিকে লালকার্ড দেখাবে
- ‘ভাষায় ভুল ব্যবহার মাতৃভাষাকে হত্যার শামিল’
- সোস্যাল ইসলামী ব্যাংক সিলেট শাখাসমূহের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত
- এলিট ফোর্সের কর্মীদের টনিক সেবা দেবে গ্রামীণ ফোন
- বনানীতে ব্যাংক এশিয়ার শাখা উদ্বোধন
- তারেক রহমানকে দেশে পাঠাতে যুক্তরাজ্য সরকারের আগ্রহ
- বাঁশখালীতে স্ট্যান্ডার্ড ব্যাংকের এজেন্ট আউটলেটের উদ্বোধন
- ১৮ জনকে নিয়োগ দেবে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড
- অতিরিক্ত ঘামেও মেকআপ আর চুল তাজা রাখবেন যেভাবে
- প্রথম প্রান্তিকে ৩১২০ কোটি টাকা আয় গ্রামীণ ফোনের
- ছোট্ট সেঁজুতির চিঠির জবাব দিলেন প্রধানমন্ত্রী!
- কাপ জিতেও হতাশা বার্সায়