ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

আপত্তিকর মন্তব্য মুছতে ‘ডাউনভোট’ বাটন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:২৩, ১১ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ০০:৩০, ১১ ফেব্রুয়ারি ২০১৮

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে আপত্তিকর বা অপছন্দের মন্তব্য মুছে ফেলতে বা লুকিয়ে রাখতে চালু করতে যা্চ্ছে `ডাউনভোট` বাটন। যুক্তরাষ্ট্রে ইতোমধ্যে সীমিত আকারে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে ফেসবুক।

ফেসবুক ব্যবহারকারীরা বহুদিন ধরেই একটি `ডিসলাইক` বা অপছন্দ করার বাটন যোগ করার জন্য অনুরোধ জানাচ্ছিলেন। ফেসবুক ব্যাবহারীদের কথাকে মাথায় রেখেই এ বাটন চালু করতে যাচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

পরীক্ষামূলকভাবে যুক্তরাষ্ট্রের অল্পসংখ্যাক ফেসবুক ব্যবহারকারী  `ডাউনভোট` বাটন ব্যবহারের সুযোগ পাচ্ছেন।

ফেসবুক যে `ডাউনভোট` বাটন নিয়ে পরীক্ষা চালাচ্ছে, সেটিতে ক্লিক করলে সংশ্লিষ্ট মন্তব্যটি আর দেখা যাবে না। ফেসবুক ব্যবহারকারীরা এভাবে আপত্তিকর, বিভ্রান্তিকর বা অপ্রাসঙ্গিক পোস্ট বা মন্তব্য লুকিয়ে রাখতে পারবেন।

তবে এই ডাউনভোট দিয়ে পুরো পোস্টটিকে আড়াল করা যাবে না বা নিউজ ফিডের র‌্যাংকিং এ এটির অবস্থান পরিবর্তন করা যাবে না।

বিশ্লেষকরা বলছেন, ফেসবুক এখন চেষ্টা করছে নিজেদের একটি দায়িত্বশীল প্রকাশনা প্রতিষ্ঠান হিসেবে তুলে ধরতে। তাদের এই সর্বশেষ উদ্যোগকে সেই লক্ষ্যেই আরেকটি পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। সূত্র: বিবিসি বাংলা

এমএইচ/টিকে


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি