ঢাকা, শনিবার   ১১ মে ২০২৪

আরও ১৩৬ রোহিঙ্গার অনুপ্রবেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪২, ১৬ ফেব্রুয়ারি ২০১৮

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে এখনও পালিয়ে আসছে রোহিঙ্গারা। কোনোভাবেই রোহিঙ্গাদের অনুপ্রবেশ বন্ধ করা যাচ্ছে না। আজ শুক্রবার নতুন করে আরও ১৩৬ জন রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে।

সেনাবাহিনীর টেকনাফের সাবরাং হারিয়াখালী ত্রাণকেন্দ্রে দায়িত্বরত জেলা প্রশাসকের প্রতিনিধি ও টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন গণমাধ্যমকে  জানান, সকাল পর্যন্ত নতুন করে ৩২টি পরিবারের ১৩৬ জন রোহিঙ্গা এসেছে। এদের প্রথমে সেনাবাহিনীর হারিয়াখালী ত্রাণ কেন্দ্রে নেওয়া হয়। এরপর মানবিক সহায়তা ও প্রতিটি পরিবারকে চাল, ডাল, সুজি, চিনি, তেল, লবণের একটি করে বস্তা দিয়ে গাড়িতে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শিবিরে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, চলতি মাসের ১ তারিখ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত ৩১৪টি পরিবারের ১ হাজার ৪৪৪ রোহিঙ্গা এসেছেন। তাদেরকে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবিরের বিভিন্ন আশ্রয় শিবিরে পাঠানো হয়েছে।

কেআই/টিকে


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি