ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

জার্মানি-সুইডেন হেড টু হেড: কে এগিয়ে?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫২, ২৩ জুন ২০১৮ | আপডেট: ১৮:০২, ২৩ জুন ২০১৮

রাত ১২টায় মাঠে নামছে জার্মানি-সুইডেন। বাঁচা-মরার লড়াইয়ে জার্মানি আজ সুইডেনকে ছেড়ে কথা বলবে না, এটাই অনুমিত। অন্যদিকে হারলেই বাড়ির পথ ধরবে জার্মানরা, এমন সমীকরণকে সামনে রেখে সুইডেন বধে মাঠে নামবে ম্যানুয়েল নয়্যার-সামি খেদারারা। আবার জার্মানদের হারাতে পারলেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত সুইডেনের। তাই জার্মানিকেও বিন্দু পরিমাণ ছাড় দিতে নারাজ এমিল ফোর্সবার্গরা।

জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামা দুই দলের শক্তিমত্তাও দলের অ্যাটাকিং পজিশন কেন্দ্র করে। দুদলের মধ্যে শক্তি-সামর্থে কে এগিয়ে রয়েছে? পরিসংখ্যানে চোখ বুলিয়ে দেখা যাক কে এগিয়ে? র‌্যাঙ্কিংয়ে সুইডেনের চেয়ে জার্মান এগিয়ে রয়েছে যোজন যোজন ব্যবধানে। র‌্যাঙ্কিংয়ে জার্মানি রয়েছে শীর্ষে। অন্যদিকে সুইডেন রয়েছে ২৪ নম্বরে।

এদিকে ম্যাচের সংখ্যা হিসেবেও জার্মান এগিয়ে। দুদলের মধ্যে ৩৬ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ১৫টিতেই জয় পায় জার্মানি। ১২টিতে জয় পায় সুইডেন। ৯টি ড্র রয়েছে। এদিকে বিশ্বকাপে সুইডেনের চেয়ে যোজন যোজন এগিয়ে রয়েছে জার্মানি।

বিশ্বকাপে ৪ ম্যাচের ৩টিতেই জয় রয়েছে জার্মানির। অন্যদিকে সুইডেনের জয় ১টিতে। গোলের দিক দিয়েও জার্মানি এগিয়ে। সুইডেনের জালে জার্মানরা বল পাঠিয়েছে ৭০ বার। অন্যদিকে জার্মানদের জালে সুইডেন বল পাঠিয়েছে ৬০ বার। এদিকে ১৯৭৮ সালের পর জার্মানিদের হারাতে পারেনি সুইডেন। তবে ২০১৪ সালে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম লেগে ৪-৪ গোলে ড্র করে দুই দল। এটাই সুইডেনের সান্ত্বনার জায়গা।

এমজে/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি