ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

নাশকতার দুই মামলায় খালেদার জামিন স্থগিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১১, ৩১ মে ২০১৮

কুমিল্লায় নাশকতার ঘটনায় দায়ের করা দুটি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন ২৪ জুন পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগ।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আর খালেদা জিয়ার পক্ষে শুনানি করছেন ব্যারিস্টার মওদুদ আহমদ,খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন।
রায়ের পর খালেদা জিয়ার আইনজীবী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদন জানান, হাইকোর্টের দেওয়া ছয় মাসের জামিন আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। নিয়মিত শুনানির কথা বলেছেন। এজন্য আগামী ২৪ জুন পর্যন্ত জামিন স্থগিত করেছেন আদারত।
গত ২৮ মে দুটি মামলায় হাইকোর্ট খালেদা জিয়াকে জামিন দিয়েছিলেন। পরদিন চেম্বার আদালত রাষ্ট্রপক্ষের আবেদনের কারণে জামিন স্থগিত করে পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন। আজ দুটি জামিনের ওপর শুনানি হয়।
গত ১৬ মে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে দেওয়া হাইকোর্টের জামিন বহাল রাখেন আপিল বিভাগ। জামিন পেলেও তিনি মুক্তি পাননি।
গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন নিম্ন আদালত। রায়ের পর ওইদিনই তাকে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারকে রাখা হয়।
/ এআর /


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি