ঢাকা, সোমবার   ০৯ ডিসেম্বর ২০২৪

আইজিপির নামে সোশ্যাল মিডিয়ায় ‘গুজব’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৬, ২৮ নভেম্বর ২০২০

পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদের নাম ব্যবহার করে গ্রেফতার ও ওয়ারেন্ট সংক্রান্ত একটি বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে। যা ‘গুজব’ বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

শুক্রবার রাতে পুলিশ সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ‘প্রকৃতপক্ষে এটি আইজিপি মহোদয়ের কোনো বার্তা নয়, নিছক গুজব। এ ধরনের গুজ‌বে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছে বাংলাদেশ পুলিশ।’

আইজিপির ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে গুজবটি ছড়ানো হচ্ছে, তার শিরোনামে বলা হয়েছে- ‘হঠাৎ গ্রেফতার হলে কি করবেন আইনি পরামর্শ জেনে রাখুন। পুলিশ মহাপরিচালক ড. বেনজীর আহমেদ।’

এই বার্তা শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ করা হয়েছে ওই পোস্টের। অনেকে ভাবনা-চিন্তা না করেই তা শেয়ার করছেন।

এ বিষয়ে হুঁশিয়ার করে পুলিশ সদর দপ্তর বলেছে, ‘এ ধরনের গুজব ছড়ানো ফৌজদারী অপরাধ। কেউ এ ধরনের অপরাধে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি