ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

পৃথিবীর সবচেয়ে বয়স্ক ভল্লুকের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২০, ২৫ এপ্রিল ২০১৮ | আপডেট: ২০:৫৫, ২৫ এপ্রিল ২০১৮

বাধ্যক্য জনিত কারণে বিশ্বের একমাত্র পোলার ভল্লুকের মৃত্যু হয়েছে। সিঙ্গাপুরের একটি চিড়িয়াখানায় ভল্লুকটির মৃত্যু হয়। এর মৃত্যুতে পশুপ্রেমীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। এর নাম ছিল ইনোকা।

সিঙ্গাপুর জো এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা অনেক চেষ্টা করেছি পোলার ভল্লুকটিকে বাঁচানোর জন্য। তবে মানুষের স্বাস্থ্যের কথা বিবেচনা করে ভল্লুকটিকে না বাঁচানোর সিদ্ধান্ত নিই। এই চিড়িয়াখানাতেই ভল্লুকটির জন্ম হয়েছিল।

এদিকে পোলার ভল্লুকটির জনপ্রিয়তা ছিল তুঙ্গে। সম্প্রতি ইনোকার শারীরিক পরীক্ষা করে দেখা গেছে, সে শ্বাসকষ্ট, দাঁতের সমস্যায় ভোগছে। পাশাপাশি প্রাণীটির কানে ইনফেকশান হয়েছে বলেও জানান চিকিৎসকরা।
সিঙ্গাপুরের পশু সংরক্ষণ বিভাগের উপ-প্রধান নির্বাহী চেং ওয়েন হাউর বলেন, আমরা এটাকে দীর্ঘদিন ধরে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছি। তবে সবার কল্যাণের কথা মাথায় রেখেই তাকে আর না বাঁচানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ইনোকাও বেশ কিছু রোগে আক্রান্ত হয়েছে। তাই যতদিন সে বেঁচে থাকতো ততোদিন দুঃখ নিয়েই বাঁচতো। সিঙ্গাপুরে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে। তাই প্রাণীটির জন্য টিকে থাকা বিজজ্জনক হয়ে পড়েছে।

ইনোকো ১৯৯০ সালে ২৬ নভেম্বর জন্ম নেয়। তাকে এতদিন একটি নিয়ন্ত্রিত তাপকক্ষে রাখা হয়েছিল।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি