ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

প্রধান বিচারপতির সঙ্গে অন্য বিচারপতিরা না বসার কারণেই পদত্যাগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২২, ৩১ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ২৩:৩৬, ৩১ ডিসেম্বর ২০১৭

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, “প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে অন্য বিচারপতিরা বসতেন না। তাই তিনি পদত্যাগ করেছেন। বিএনপি এটা নিয়ে গান-বাজনা করছে”।

আজ রোববার ব্রাক্ষণবাড়িয়া জেলার কসবায় এক অনুষ্ঠানে এসব কথা বলেন আইনমন্ত্রী। কসবার তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিদ্যুৎ সংযোগ চালু উপলক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বিএনপি’র প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, “বিএনপি প্রমাণ করুক আমরা জোর করে তাঁকে পদত্যাগ করিয়েছি। তারা মিথ্যা বলে আর উত্তর দিতে হয় আমাদের।”

দুই কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে কসবা পৌরসভা ও চারটি ইউনয়িনের ১২ কিলোমিটার এলাকায় ১৩টি গ্রামে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কসবা পৌরসভার মেয়র এমরান উদ্দিন জুয়েল। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক কাজী আজহারুল ইসলাম, রুহুল আমিন ভূইয়া প্রমুখ।

উল্লেখ্য, চলতি বছরে সাবেক প্রধান বিচারপতির পদত্যাগ বিষয়টি ছিল ‘টক অব দ্যা নেশন’। নানা নাটকিয়তার মধ্যে দিয়ে পদত্যাগ করেন বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

 

এসএইচএস/টিকে


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি