ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

রোহিঙ্গা সংকট : চীনকে এগিয়ে আসার আহ্বান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৬, ২১ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ২০:১৫, ২৬ সেপ্টেম্বর ২০১৭

রোহিঙ্গা শরণার্থীদের পুর্নবাসনে চীনকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সফরকারী আওয়ামী লীগের প্রতিনিধি দল। বৃহস্পতিবার সকালে ফুজিয়ান প্রদেশের চেয়ারম্যান ইউ কোয়ানের সঙ্গে অনুষ্ঠতি বৈঠকে এ আহ্বান জানান প্রতিনিধি দলের সদস্যরা। এসময় বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোরও তাগিদ দেন তারা।

চীনের পক্ষ থেকে বৈঠকে যোগ দেন সিপিসি ফুজিয়ান প্রোভিন্সিয়াল কমিটির সদস্য জিও জিয়াং, ফুজিয়ান প্রদেশের ভাইস গর্ভনর ইয়াং জিয়াংজিংসহ অন্যরা।

চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে সাবেক বাণিজ্যমন্ত্রী ফারুক খানের নেতৃত্বে ১৮ সদস্যের আওয়ামী লীগ প্রতিনিধি দল মঙ্গলবার চীনে পৌঁছান।  প্রতিনিধি দলে আরো রয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, অসীম কুমার উকিল, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও দেলোয়ার হোসেনসহ অন্যরা।

চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে তারা ২৭ সেপ্টেম্বর র্পযন্ত সেখানে অবস্থানকালে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি