ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

সময়মতো আন্দোলনে যাবে বিএনপি : মির্জা ফখরুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৮, ৯ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৪:৫৮, ৯ ডিসেম্বর ২০১৭

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন সামনে রেখে গণতন্ত্র ও ভোটার অধিকার প্রতিষ্ঠায় সময়মতো আন্দোলনে যাবে বিএনপি।

জাতীয় প্রেস ক্লাবে  শনিবার বাংলাদেশ কল্যাণ পার্টির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকর আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিএনপির মহাসচিব বলেন, আগামী নির্বাচন ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো হতে দেওয়া হবে না। দেশের জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠায় ঠিক সময়ে আন্দোলনের ডাক দেওয়া হবে। এর মধ্যেমে সরকারের পতন হবে।

দেশ গুমের রাষ্ট্রে পরিণত হয়েছে দাবি করে ফখরুল বলেন, আজ যে দলের আয়োজনে প্রোগ্রাম হচ্ছে সে দলের মহাসচিবকেও গুম করা হয়েছে। এটা কোন গণতন্ত্রের রাষ্ট্রে হতে পারে না।

তিনি বলেন, সরকার জনগণকে বোকা বানিয়ে আগামী নির্বাচনে আবার ক্ষমতায় আসতে চায়। সরকারের বিরুদ্ধে যারা কথা বলছেন তাদের মামলা হামলা দিয়ে দমন করা হচ্ছে। বাংলার জনগণ তাদের স্বপ্ন বাস্তবায়ন হতে দেবে না।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক,আলোচনায় অংশ নেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি প্রমুখ।

/ এআর /


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি