ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

সরকারের ভিত কারো কথায় নড়ে না : ইনু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১০, ২৩ ফেব্রুয়ারি ২০১৮

সরকারের ভিত কারো কথায় নড়ে না, আবার শক্তিশালীও হয় না বলে মন্তব্য করেছেন  তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। শুক্রবার কুষ্টিয়া সার্কিট হাউজে জাসদের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সরকার কাউকে নির্বাচনের বাইরে রাখতে চায় না, আবার তোষামোদ করে নির্বাচনে আনতেও চায় না। আর আদালত কোন অপরাধীকে সাজা দিলে তাকে নির্বাচনের বাইরে রাখা সরকারের দায়িত্ব না। কারণ নির্বাচন ও আদালতের দরজা সবার জন্য খোলা।

মন্ত্রী আরোও বলেন, কোন সাজাপ্রাপ্ত ব্যক্তি যদি বিচারপ্রার্থী হয় তাহলে উচ্চ আদালতে আইনী লড়ায়ের অধিকার তার আছে।

তিনি আরোও বলেন, সহায়ক সরকারের প্রস্তাব এবং খালেদা জিয়ার সাজা এ দু’টি বিষয়কে উছিলা করে বিএনপি নির্বাচন বানচালের চক্রান্তের জাল বিস্তার করেছে। দলের নেতা-কর্মীর সাজা হলে দলের নিবন্ধন বাতিল হয় না উল্লেখ করে তিনি বলেন, এদিক থেকে বিএনপির ভোট করতে বাধা নেই, তারা নির্বাচন করতে পারেন।

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. জহির রায়হান, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক শেখ আহম্মদ আলীসহ জাসদ ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। সূত্র: বাসস

এমএইচ/টিকে


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি