ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

‘নারী দিবসে’ নারীদের উদ্দেশ্যে প্রিয়াঙ্কার খোলা চিঠি

প্রকাশিত : ১২:৩৯, ৮ মার্চ ২০১৯ | আপডেট: ১৯:৪৪, ৯ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

আন্তর্জাতিক নারী দিবস নারীদের বিশেষভাবে সেলিব্রেট করা উচিত বলেই মনে করেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এই বিশেষ দিনটিতে নারীদের উদ্দেশ্যে খোলা চিঠি লিখেছেন তিনি।

সমস্ত বাঁধাধরা, গতে বাঁধা জীবন ছক ভেঙে ফেলার জন্য নারীদের ধন্যবাদ জানিয়েছেন প্রিয়াঙ্কা। এই বিশেষ দিনটি নারী শক্তির সেলিব্রেশনের দিন বলে তিনি উল্লেখ করেছেন। 

অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়ায় বিশেষ একটি ডেটিং অ্যাপের খোঁজও দিয়েছেন যেখানে মহিলারা তাদের পছন্দের জীবনসঙ্গী বেছে নিতে পারেন।

প্রসঙ্গত অভিনেত্রী হিসাবে প্রিয়াঙ্কা চোপড়া, তার কেরিয়ারে সফল। তিনি যে ভালো অভিনেত্রী সেবিষয়ে কোনও সন্দেহ নেই।

বলিউডের গণ্ডি ছাড়িয়ে ইতোমধ্যেই হলিউডেও নিজেকে প্রমাণ করেছেন তিনি। এমনকি ব্যক্তিগত জীবনেও গতে বাঁধা ছক ভেঙে নিজের পছন্দ মতো জীবনসঙ্গী বেছে নিয়েছেন তিনি।

তথ্যসূত্র: জি নিউজ

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি