ঢাকা, সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫

আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জে

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৪৪, ২৯ ডিসেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জে। সোমবার (২৯ ডিসেম্বর) সকালে কিশোরগঞ্জের হাওর উপজেলা নিকলীতে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এর আগে গতকাল এই তাপমাত্রা ছিল ৯.৮ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার সকালে নিকলী প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগার এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম মাসুদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি রেকর্ড করা হয়। গতবছরও শীতে দুইদিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় নিকলীতে। আবার এ বছরের গত দুদিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় এখানে।

এদিকে, তাপমাত্রা কমে যাওয়ার পাশাপাশি মৃদু শৈত্যপ্রবাহ বইছে কিশোরগঞ্জে। দেখা মিলেনি সূর্য্যের। গত কয়েকদিন ধরেই টানা মৃদু শৈত্যপ্রবাহে স্থবির হয়ে পড়েছে জনজীবন। অতিরিক্ত ঠান্ডা সবচেয়ে বেশি প্রভাব পরেছে নিম্নআয়ের মানুষের মাঝে। দৈনন্দিন কাজে যেতে না পেরে মানবেতর জীবযাপন করছেন তারা। 

প্রভাব পরেছে বোরো ধানের আবাদে। মৌসুমের শুরুতে অতিরিক্ত ঠাণ্ডায় ধানের চাড়া নষ্ট হওয়ার আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। হাসপাতালগুলোতেও বাড়ছে ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যা।

প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মিঠুন চক্রবর্তী জানান, গত কয়েকদিনের ঠাণ্ডা বৃদ্ধি পাওয়ায় আমাদের এখানে ব্যাথাজনিত রোগী সংখ্যা দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। আমরাও তাদের সেবা দিয়ে যাচ্ছি প্রতিনিয়ত। তবে হঠাৎ রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় কিছুটা বেগ পোহাতে হচ্ছে। শীত যদি আরও বাড়তে থাকে, তাহলে আমাদের জন্য সেবা দেয়াটাও একটা বড় চ্যালেঞ্জ হয়ে যাবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি