ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রিয়জনকে কথা দেয়ার দিন আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

ভালোবাসার মাস ফেব্রুয়ারি। আর ভালবাসার মৌসুমের বিশেষ দিন ভ্যালেনটাইনস ডে। তবে ভ্যালেনটাইনস ডে-এর আগের দিনগুলোও অনেক গুরুত্বপূর্ণ। ভ্যালেনটাইনস সপ্তাহের পঞ্চম দিন (১১ ফেব্রুয়ারি) প্রিয়জনকে কথা দেয়ার দিন। আজ  প্রমিজ ডে অর্থাৎ প্রতিজ্ঞার দিন। এই দিন ভালবাসার সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ দিন বলা যায়। একটি সম্পর্ক টিকিয়ে রাখতে যে জিনিসটি না হলেই নয়। দুই পক্ষের মনে মনে সংকল্প নেয়ার দিন প্রমিজ ডে।  তবে কথা দিয়ে তা ভুলে গেলে চলবে না। আজকের দিনে দেয়া কথা সারাজীবন অক্ষরে অক্ষরে পালন করতে হবে।

নিজের কাছে প্রতিজ্ঞা করুন যে সঙ্গীকে কখনোই কষ্ট দেবেন না। কারণে অকারণে যে ঝগড়াগুলো করেন সেগুলো থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করবেন। কারণ অহেতুক রাগারাগি সম্পর্ক নষ্ট করে।

সঙ্গীর প্রতি বিশ্বস্ত থাকার প্রতিজ্ঞা করুন। ক্ষণিকের বিরক্তির কিংবা একঘেয়েমির জন্যও যেন বিশ্বস্ততা না হারান, সেই বিষয়ে প্রতিজ্ঞা করুন নিজের কাছে।

ভালোবাসার মানুষটিকে সুখে-দুঃখে সবসময় সহযোগিতা করার প্রতিজ্ঞা করুন। যে কোনো পরিস্থিতিতে তাকে সমর্থন করার মতো মানসিকতা তৈরি করুন।

দুজনের সম্পর্কের বন্ধুত্ব সব সময় অটুট রাখার প্রতিজ্ঞা করুন। অনেক ক্ষেত্রেই দেখা যায় প্রথমে বন্ধুত্ব থাকলেও কিছুদিন পরেই একে অপরের উপর কর্তৃত্ব জাহির করার প্রবণতা তৈরি হয় যা সম্পর্কের জন্য ক্ষতিকর।

আমাদের জীবনের ব্যস্ততার মধ্যে অনেক কিছুই হারিয়ে যায়। তবে কিছু জিনিস হারিয়ে গেলে জীবন অন্যখাতে বইতে শুরু করে। জীবনের সংকল্পই সত্যিকারের পথের নির্দেশ। আর সেই সংকল্প থেকেই আসে প্রতিজ্ঞা। ভালোবাসার সম্পর্ক এমনি এমনি টেকে না। তাকে টিকিয়ে রাখতে গেলে চাই প্রতিজ্ঞার স্বতঃস্ফূর্ত বন্ধন। এই স্বতঃস্ফূর্ততা দুই পক্ষেরই থাকা চাই। তবেই তা সত্যিকারের ভালোবাসার প্রকাশ ঘটায়। প্রতিজ্ঞার বন্ধনে জোরালো হয় ভালবাসা। সম্পর্ক হয় গভীর।

প্রমিজ ডে-এর সপক্ষে কোনো তথ্য পাওয়া যায় না। তবে বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এটি হাল আমলের একটি রীতি। ভ্যালেনটাইনস ডে উপলক্ষে এই দিনটি পালন করা হয়। ভালোবাসাকে আরও মজবুত করতেই এই দিনের উদযাপন করা হয় বলে ধারণা।

সম্পর্ক মানেই আশা এবং প্রত্যাশার মেলবন্ধন। প্রেমিরা তাই প্রেমের শপথ নিয়ে বলেন, ‘প্রিয়, আমি সব সময় তোমার পাশে থাকব, তোমার বিশ্বাস ভাঙব না, আমি তোমার সুখে-দুঃখে সঙ্গী হব, প্রতি পদে পদে তোমাকে সমর্থন করব।’

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি