ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

ডেঙ্গু: হাসপাতালে ভর্তি আরও ৯৬ জন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৪, ৬ জুন ২০২৩

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন করে ৯৬ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

মঙ্গলবার (৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গুতে আক্রান্ত নতুন ভর্তি রোগীর ৮৯ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে সাতজন ভর্তি হয়েছেন। বর্তমানে দেশে মোট ৪১৩ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এরমধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩৫২ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৬১ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৬ জুন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট দুই হাজার ৫৭৩ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকায় এক হাজার ৮৭০ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৭০৩ জন রয়েছেন। একই সময়ে দেশে মোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী দুই হাজার ১৪৩ জন। এরমধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী এক হাজার ৫০৪ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৬৩৯ জন।

চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৭ জনের মৃত্যু হয়েছে।

এমএম//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি