ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

ডায়াবেটিস রোগের ১২ লক্ষণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫১, ২৮ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৪:২১, ১৭ মে ২০১৮

Ekushey Television Ltd.

দীর্ঘ গবেষণায বিজ্ঞানীরা দেখেছেন, দ্রুত নগরায়ন, খাদ্যাভ্যাস ও জীবনযাপন পদ্ধতিতে পরিবর্তন এবং ক্রমাগত মানসিক চাপের ফলে ডায়াবেটিক রোগীর সংখ্যা হু হু করে বাড়ছে। এবার জেনে নেওয়া যাক ডায়াবেটিস রোগের লক্ষণগুলো-

১. ঘন ঘন পিপাসা লাগা

২. মুখ শুকিয়ে যাওয়া

৩. ঘন ঘন ক্ষুধা লাগা

৪. বার বার প্রস্রাব লাগা

৫. রাতে প্রস্রাবের কারণে ঘুম ভাঙ্গা

৬. ওজন কমতে থাকা

৭. চোখে ঝাপসা দেখা

৮. বমি বমি ভাব হওয়া

৯. মাঝে মাঝে মাথা ব্যথা হওয়া

১০. মিষ্টি খাবারের প্রতি আকর্ষণ বেড়ে যাওয়া

১১. একটুতেই উত্তেজিত হওয়া বা মন খারাপ করা

১২. মনসংযোগের অভাব হতে থাকা

অনেক রোগীর ক্ষেত্রে উপরের কোনও লক্ষণই থাকে না। আবার কারও কারও ক্ষেত্রে এক বা একাধিক লক্ষণ থাকতে পারে। তবে অধিকাংশ ক্ষেত্রে ডায়াবেটিস ধরা পড়ে অন্য রোগের চিকিৎসা বা চেক-আপ করার সময়।

ডায়াবেটিস নির্ণয়ের উপায়-

১. প্রস্রাব পরীক্ষায় প্রস্রাবে গ্লুকোজের উপস্থিতি

২. রক্ত পরীক্ষায় রক্তের গ্লুকোজ লেভেল বেশি থাকা-

৩. সকালে খালি পেটে ৭.০ মিলিমোল/লিটার বা এর বেশি হলে

৪. র‌্যানডোম ১১.০ মিলিমোল/লিটার বা এর বেশি হলে

একে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি