ঢাকা, মঙ্গলবার   ১৪ মে ২০২৪

সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ -এর দাবিতে মানববন্ধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৭, ২ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৯:৫৬, ২ সেপ্টেম্বর ২০১৮

সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার জন্য দীর্ঘ দিন থেকে শিক্ষার্থীরা আন্দোলন করে আসছে। বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ আজ রোববার সরকারি চাকরিতে আবেদনের ক্ষেত্রে ন্যূনতম বয়স ৩৫ করার দাবিতে মানববন্ধন করেছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা জানতে পেরেছি সরকার সাধারণ ছাত্র-ছাত্রীদের চাকরিতে আবেদনের বয়স ন্যূনতম ৩২ করতে চাচ্ছে। আমরা ৩২/৩৩ কোনোটাই মানবো না। আমরা চাকরিতে আবেদনের বয়স ৩৫ চাই। ৪০তম বিসিএস পরীক্ষার পূর্বেই এ সুপারিশ বাস্তবায়ন করতে হবে।

মানববন্ধ‌নে আ‌য়োজক সংগঠ‌নের আহ্বায়ক সঞ্জয় দাস, যুগ্ম আহ্বায়ক হারুন আর র‌শিদ, কামরুন নাহার ঝুমা, নীপাসহ অনেক শিক্ষার্থী এ মানববন্ধন অংশ নেন।

এসএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি