বাড়ি থেকে ডেকে নিয়ে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে হত্যা
প্রকাশিত : ০৮:৫১, ৩ ডিসেম্বর ২০২৫
হাসপাতালে নিহতের স্বজনরা
নরসিংদীর রায়পুরায় বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে এক স্বর্ণ ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার চরাঞ্চল বাঁশগাড়িতে এই ঘটনা ঘটে।
নিহত প্রত্যোষ সরকার (৪০) বাঁশগাড়ি এলাকার সাধন সরকারের ছেলে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মত স্থানীয় বাঁশগাড়ি বাজারে দোকান থেকে বাড়ি ফিরে আসে প্রত্যোষ। সন্ধ্যায় তাকে টাকা লেনদেন সংক্রান্ত কাজের কথা বলে বাড়িতে এসে ডেকে বের করে দুজন। পরে স্থানীয় দিঘিলিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নিয়ে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
পরে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আসাদ আব্দুল্লাহ খান বলেন, আমাদের হাসপাতালে মৃত আবস্থায় নিয়ে আসা হয়। স্বজনরা বুলেট ইনজুরির কথা বলেছে, তবে ময়নাতদন্ত ছাড়া সঠিক করে বলা যাবে না।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, রায়পুরার বাঁশগাড়িতে গুলিবিদ্ধ হয়ে একজন নিহতের ঘটনা ঘটেছে। তবে কি কারণে কারা এই ঘটনা ঘটিয়েছে তার সম্পর্কে যেনে পরে জানানো হবে।
এএইচ
আরও পড়ুন










