ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

চাকরিতে প্রবেশে ৩৫ পুনঃবিবেচনায় ফের কমিটির সুপারিশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৭, ১০ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ০০:১১, ১১ সেপ্টেম্বর ২০১৮

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ এবং অবসরের সময়সীমা বৃদ্ধির বিষয়টি পুনঃবিবেচনার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আজ সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। দীর্ঘ দিন থেকে শিক্ষার্থীরা সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবি করে আসছে। তাদের এই দাবিতে সংসদীয় কমিটি আবার পুনঃবিবেচনার সুপারিশ করেছে।

কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, এ বি এম ফজলে করিম চৌধুরী, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, মো. আব্দুল্লাহ, মুস্তফা লুৎফুল্লাহ, খোরশেদ আরা হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় তথ্য ক্যাডারের বাংলাদেশ বেতারের পদ পুনর্বিন্যাস (ক্যাডার কম্পোজিশন) ও ডিজি পদকে গ্রেড-১ এ উন্নীতকরণের প্রস্তাবটি আগামী ১ মাসের মধ্যে বাস্তবায়নের সুপারিশ করে কমিটি। একই সঙ্গে, দেশের উন্নয়ন ব্যবস্থাপনার বৃহৎ স্বার্থে বিসিএস (প্রশাসন) ও বিসিএস ইকোনোমিক ক্যাডার একীভূত করণের বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য পদক্ষেপ নিতে তাগিদ দিয়েছে তারা।

একই কর্মস্থলে তিন বছরের অধিককাল কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের তালিকাটি সঠিক ও সুষ্ঠুভাবে প্রণয়ণের সুপারিশ করেছে কমিটি। পাশাপাশি এ তালিকাটি আরও পরীক্ষা-নিরীক্ষা করে কমিটির পরবর্তী বৈঠকে উত্থাপনের সুপারিশ করা হয়।

এছাড়াও ভূমি ব্যবস্থাপনা ও জমি ক্রয়-বিক্রয় সংক্রান্ত সরকারি নির্ধারিত ফি অনলাইনের মাধ্যমে জমা প্রদান এবং জমি নিবন্ধনের ফিসহ অন্যান্য বিষয়ে স্বচ্ছ করার জন্য আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়কে সুপারিশ করেছে কমিটি।

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি