ঢাকা, রবিবার   ১২ মে ২০২৪

হোয়াইটনিং ফেসপ্যাক বানানোর ঘরোয়া পদ্ধতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৮, ১৪ অক্টোবর ২০১৮ | আপডেট: ১০:০৫, ১৫ অক্টোবর ২০১৮

এটা নিশ্চয়ই জানেন, মধুর মতো উপকারী প্রাকৃতিক ভেষজ তরল খুব কমই আছে৷ খেলেও উপকার৷ মাখলেও উপকার৷ মধুতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট৷ যা ত্বককে তরতাজা, প্রাণবন্ত রাখে৷ নিয়মিত মধু ত্বকের বয়স ধরে রাখতে সাহায্য করে৷ মধুতে প্রচুর অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে যা ব্রণ, পিম্পলের অত্যাচার রুখতে সাহায্য করে৷

চলুন জেনে নেওয়া যাক, এই মধু ব্যবহার করে কিভাবে চটজলদি ত্বককে করে তুলবেন জেল্লাদার, প্রাণবন্ত, সোনালী আভাযুক্ত৷ একইসঙ্গে নরম, কোমলও৷ তাহলে শিখে নিন মধু দিয়ে হোয়াইটনিং ফেসপ্যাক তৈরির নিয়ম৷ এই ফেসপ্যাক তৈরি করতে মধু ছাড়াও লাগবে গমের আটা, টাটকা টমেটোর রস, কাঁচা দুধ৷

কিভাবে বানাবেন এই প্যাক! একটি পরিষ্কার বাটিতে ২ চামচ গমের আটা নিন৷ সঙ্গে ১/২ চামচ মধু, ১ চামচ টমেটোর রস৷ এবার তাতে আন্দাজমতো কাঁচা দুধ দিন৷ চামচ দিয়ে ভালোভাবে মিশ্রনটি তৈরি করুন৷ খেয়াল রাখবেন মিশ্রনটি যেন স্মুথ পেস্টের মতো হয়৷

এবার ক্লিনজার বা ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখ ধুয়ে হালকা করে টাওয়াল দিয়ে মুখ মুছে তাতে ফেসপ্যাকটি লাগান৷ এ ক্ষেত্রে স্কিন ব্রাশ ব্যবহার করতে পারেন৷ কিংবা আঙুল দিয়েও নিচ থেকে উপরের দিকে প্যাকটি লাগাতে পারেন৷ এক টানে প্যাকটি লাগানোর চেষ্টা করুন৷

এবার প্যাকটি শুকাতে দিন৷ দেখবেন যেন ত্বকে টান না ধরে৷ এরপর ঠাণ্ডা পানি দিয়ে মুখটা ভালো করে ম্যাসাজ করে ধুয়ে ফেলুন৷ মেরে কেটে এর জন্য আপনাকে ২০ মিনিট সময় ব্যয় করতে হবে৷

সূত্র: কলকাতা ২৪x৭

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি