ঢাকা, বুধবার   ১০ ডিসেম্বর ২০২৫

গাজীপুরে যৌথবাহিনীর অভিযানে নারীসহ গ্রেপ্তার ৮

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১০:৪৪, ১০ ডিসেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর কাশিমপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ ৮ জনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এদের মধ্যে একজন নারী রয়েছেন।

বুধবার ভোরে গাজীপুরের কাশিমপুরের লোহাকৈর এলাকায় যৌথবাহিনী অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

এসময় ৭ হাজার ৫ শত ইয়াবা ট্যাবলেট, গাজা দুই কেজি, ছিনতাইকৃত মোবাইল, নগদ এক লাখ ৮৮ হাজার ৫৭০ টাকাসহ গ্রেপ্তার করা হয়। 

অভিযান শুরুর মুহূর্তে যৌথবাহিনীর উপস্থিত টের পেয়ে তারা হামলার চেষ্টা করে। 

কাশিমপুর থানার ওসি মো. খালিদা হোসেন বলেন, গ্রেফতারকৃতরা এলাকার চিহ্নিত মাদক কারবারি ও সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ ও মামলা রয়েছে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি