ঢাকা, বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪

সব পণ্যেই শীতকালীন ছাড় দিচ্ছে ক্যাটস আই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৪, ২১ জানুয়ারি ২০১৯

সাশ্রয়ী দামে এবং উন্নতমানের কাপড়ে টেইলারিংয়ের বিশেষত্ত্ব নিয়ে ক্যাটস আই শুধুই পুরুষদের জন্য এনেছে প্যাটার্ন বৈচিত্র্যের ফরমাল ও ক্যাজুয়াল পোশাক।

যাপিত জীবনে পুরুষের ফ্যাশনকে আরো ক্রেতাবান্ধব করতে ক্যাটস আই দিচ্ছে ১০ থেকে ৩০ ভাগ বিশেষ শীতকালীন এই মূল্যছাড় সুবিধা।

পণ্যের মজুদ থাকা পর্যন্ত যেকোন শীতের জ্যাকেট, স্যুট বা সোয়েটারে মিলবে ৩০ ভাগ ছাড়ের সুযোগ।

এই প্রচারণার আওতায় প্যান্ট বা পাঞ্জাবিতেও থাকছে ২০ ভাগ মূল্যছাড় এবং টি শার্ট, শার্ট, হুডি ও তরুণীদের টপস মিলবে ১০ ভাগ কম দামে। প্রতিটি ক্যাটস আই স্টোরে এই মূল্যছাড় সুবিধা থাকবে ২৫ জানুয়ারি পর্যন্ত।

তবে ২০ থেকে ৫০ ভাগ কম দামে নির্ধারিত ডিজাইনের ক্যাটস আই পন্য মিলবে শুধু মাত্র ক্যাটস আই অনলাইন স্টোরে। বিস্তারিত জানতে লগ ইন করুন catseye.com.bd ঠিকানায়।

মূল্যছাড় নিয়ে ক্যাটস আই এর পরিচালক ও ডিজাইনার সাদিক কুদ্দুস জানান, ক্যাটস আই এর যেকোন পণ্যই শতভাগ মানসম্মত। পাশাপাশি ফরমাল ও ক্যাজুয়াল শীত পোশাকগুলোও প্রিমিয়াম কোয়ালিটির। শীতের লেয়ারিং ফ্যাশনে দ্যূতি ছড়াবে ক্যাটস আই এর শীত পোশাকগুলো। তবে ক্রেতাদের মাঝে ক্যাটস আই পণ্যের ব্যবহার বাড়াতেই শীতকালীন এই ছাড় সুবিধা দেয়া হচ্ছে।

তিনি আরও বলেন, দাম সাশ্রয়ী হলেও প্রতিটি ডিজাইন এবং পণ্যের গুণগত মান নিয়ে তাই বিভ্রান্ত হবার কোন সুযোগ থাকছে না। স্টোরে এই মূল্যছাড় অফারের পাশাপাশি নতুন পণ্যের নিয়মিত ছবিসহ আপডেট থাকবে ক্যাটস আই ভেরিফাইড ফেসবুক ফ্যান পেইজেও।”


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি