ঢাকা, বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪

গরমে শরীর চাঙ্গা রাখার ৭ উপায়

প্রকাশিত : ১২:১০, ৮ মে ২০১৯

অসহ্য গরমে অতিষ্ট হলেও অফিস, রান্না-খাওয়া কিছুই তো বাদ দেওয়া যায় না। কাজের প্রয়োজনে বাড়ির বাইরে যেতেই হয়। অন্য দিকে শিশু ও বয়স্করা বাড়িতে থেকেও গরমে কষ্ট পাচ্ছেন। গুমোট গরমে প্যাচপ্যাচে ঘাম অস্বস্তি বাড়াচ্ছে।

আসুন জেনে নেওয়া যাক শরীর চাঙ্গা রাখার কয়েকটি কার্যকরি উপায় সম্পর্কে:

# গরমে শরীর অস্থির লাগলে চোখে মুখে ঠান্ডা জলের ঝাপটা দিতে হবে। সম্ভব হলে স্নান করে নিতে পারলে ভাল হয়।

#  অন্যান্য শারীরিক অসুবিধা না থাকলে গরম কালে কমপক্ষে ২ বার গোসল করা যেতে পারে।

# দুপুরে রোদে যাওয়া থেকে যতসম্ভব বিরত থাকুন। এই সময় বাইরে গেলে অসুস্থ হয়ে পড়ার ঝুঁকি থাকে। খুব কষ্ট হয়। তাই চেষ্টা করবেন দুপুর বারোটা থেকে দুপুর তিনটার মধ্যে অফিসে বা কোনও ঘরে থাকার।

# পর্যাপ্ত পরিমাণ পানি ও জলীয় খাবার খেতে হবে। বাড়িতে পাতা দইয়ের ঘোল, নুন লেবুর শরবৎ, ডাবের পানি, যে কোনও টাটকা ফলের রস খেলে ক্লান্ত হবেন না।

# শশা, জামরুল, তরমুজ, আঙুর-সহ যে কোনও টাটকা ফল খেলে ভাল হয়।

# এই সময়ে বেশি মশলাদার খাবার ও বেশি মাংস খেলে হজমের সময় শরীরে বাড়তি তাপ উৎপন্ন হয়। তাই হালকা খাবার খেতে হবে। রোজকার ডায়েটে রাখুন টক দই, যা হজমশক্তি বাড়বে।

# হালকা রঙের সুতির ঢিলে পোশাক পরতে হবে। আর সকলেরই উচিত সানস্ক্রিন মেখে বাইরে বেরনো।

তথ্যসূত্র: আনন্দবাজার

এমএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি