আন্তর্জাতিক আদালতের মামলায় শেখ হাসিনাকে অব্যাহতি, যা জানা গেল
প্রকাশিত : ১৫:৫৯, ৪ জুলাই ২০২৫ | আপডেট: ১৬:২৪, ৪ জুলাই ২০২৫

সম্প্রতি ‘ব্রেকিং নিউজ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আন্তবর্তীন কালিন সরকারের প্রধান উপদেষ্টা ড: মোহাম্মদ ইউনুসের দায়ের করা পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের অর্থ লুটপাটের মামলা থেকে অব্যাহিত পাওয়া রাশিয়া, নেদারল্যান্ডস, লন্ডন, মালেশিয়া, সুইজারল্যান্ড আদালতের মুল কপিটি হাতে পেলাম’ ক্যাপশনে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অর্থ লুটপাটের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বাংলাদেশ কিংবা বাংলাদেশের বাহিরে কোনো মামলা দায়ের হয়নি। গত বছরের ১৭ আগস্ট গ্লোবাল ডিফেন্স কর্প নামক একটি ওয়েবসাইটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প থেকে শেখ হাসিনা ও তাঁর ভাগ্নি টিউলিপ সিদ্দিকসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে ৫ বিলিয়ন বা ৫০০ কোটি মার্কিন ডলার দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে। প্রকৃতপক্ষে, সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী রিম আল হাশিমি এবং রুয়ান্ডার পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী ভিনসেন্ট বিরুতার সাক্ষাতের ছবিকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে রুয়ান্ডার পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রণালয়ে এক্স হ্যান্ডেলে ২০২০ সালের ০৮ ফেব্রুয়ারি প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে যুক্ত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির সাদৃশ্য লক্ষ্য করা যায়।
পোস্টটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, আফ্রিকান ইউনিয়ন এক্সিকিউটিভ কাউন্সিলে রুয়ান্ডা প্রজাতন্ত্র এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সহযোগিতার উদ্দেশ্যে যৌথ কমিটি প্রতিষ্ঠার জন্য একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরের জন্য রুয়ান্ডার পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী বিরুতা ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিমন্ত্রী রীম আল হাশেমীর সাথে দেখা করেন। ছবিটি উক্ত ঘটনার চিত্রের।
উল্লেখ্য, গত বছরের ১৭ আগস্ট গ্লোবাল ডিফেন্স কর্প নামক একটি ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প থেকে শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যরা ৫ বিলিয়ন বা ৫০০ কোটি মার্কিন ডলার আত্মসাৎ করেছেন। তবে এই প্রতিবেদনকে ‘উসকানিমূলক’ দাবি করে তা প্রত্যাখ্যান করেছে ঢাকাস্থ রাশিয়ান দূতাবাস ও প্রকল্পের কাজ করা রাশিয়ার রাষ্ট্রায়ত্ত কোম্পানি রোসাটম। ওই বছরের ৩ সেপ্টেম্বর এই অভিযোগ তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএমের চেয়ারম্যান ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ববি হাজ্জাজ।
অভিযোগ ওঠা পাঁচ বিলিয়ন ডলার অর্থ আত্মসাৎ প্রতিরোধে বিবাদীদের নিষ্ক্রিয়তা বা ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, এ বিষয়ে রুল চাওয়া হয়েছে। পরবর্তীতে ১৫ ডিসেম্বর আলোচিত অভিযোগ অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
অন্যদিকে, পূর্বে সংযুক্ত আরব আমিরাতের প্রতিমন্ত্রী রিম আল হাশিমিরর ছবি ব্যবহার করে তামান্না আক্তার ইয়াসমিন নামের এক নারীর আওয়ামী লীগের হয়ে আন্তর্জাতিক মহলে প্রভাবশালী ভূমিকা পালনের ভুয়া দাবি করা হলে এ বিষয়ে রিউমর স্ক্যানার ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর একটি ফ্যাক্টচেক প্রতিবেদনে প্রকাশ করেছে।
সুতরাং, শেখ হাসিনাসহ টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে করা অর্থ লুটপাটের মামলা থেকে বিভিন্ন দেশের আদালত থেকে অব্যাহতি পাওয়ার বিষয়টি মিথ্যা। আর নথির মূল কপি হাতে পাওয়ার ছবি দাবিতে রুয়ান্ডার পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী বিরুতা ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিমন্ত্রী রীম আল হাশিমির সাক্ষাতের ছবি প্রচার করা হয়েছে।
এএইচ