আ`লীগের কার্যক্রম নিষিদ্ধ, তবু রাজপথে জুলাই আহতরা, দাবি চিরতরে নিষিদ্ধের
প্রকাশিত : ১৬:২৪, ১১ মে ২০২৫ | আপডেট: ১৬:২৯, ১১ মে ২০২৫

আওয়ামী লীগের সব কার্যক্রম বিচার শেষ না হওয়া পর্যন্ত নিষিদ্ধ ঘোষণায় সন্তুষ্ট নয় জুলাই আন্দোলনে আহতরা। দলটিকে ‘চিরতরে নিষিদ্ধ’ করার দাবিতে রোববার (১১ মে) সকাল থেকেই শাহবাগ মোড় অবরুদ্ধ করে রেখেছেন তারা। রাজপথে বসেই তারা তিনটি প্রধান দাবি জানাচ্ছেন—চিরতরে আওয়ামী লীগ নিষিদ্ধ, জুলাই সনদের স্বীকৃতি এবং আহতদের চিকিৎসার পূর্ণ ব্যবস্থা।
সরকার শনিবার রাতে ছাত্র-জনতার লাগাতার আন্দোলনের মুখে দলটির সব কার্যক্রম স্থগিতের ঘোষণা দেয়। এর মধ্য দিয়ে সরকারের পক্ষ থেকে দাবি পূরণের ইঙ্গিত দেওয়া হলেও, আন্দোলনকারীদের একটি অংশ, বিশেষ করে জুলাই আন্দোলনে আহতরা, এতে সন্তুষ্ট নন। শনিবার রাতেই এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) মাঠ ছেড়ে নিলেও শাহবাগ ছাড়েননি আহতরা।
তারা বলছেন, “স্বৈরাচারী আওয়ামী লীগকে সাময়িক নয়, স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে। এই দল ইতিহাসের দায়ে দাগি অপরাধী। আমরা ঘরে ফিরব না, যতক্ষণ না এই দাবির নিশ্চয়তা পাই।”
বিক্ষোভকারীরা দাবি করছেন, গেল ৩ জুলাই যে সহিংস হামলায় বহু মানুষ আহত হয়েছিলেন, তার দায় সরকার এড়াতে পারে না। ওই ঘটনার বিচার, পূর্ণ স্বাস্থ্যসেবা এবং রাজনৈতিক সুরক্ষা পেতে তারা আজও রাজপথে।
রাজপথে অবস্থানের কারণে রোববার রাজধানীর শাহবাগ, বাংলামোটর, টিএসসি, কাঁটাবনসহ আশপাশের এলাকায় তীব্র যানজট তৈরি হয়। সকাল থেকেই ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ, রোগী এবং শিক্ষার্থীরা। অনেকে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকা থাকেন।
বিক্ষোভকারীদের একটি অংশ মাইকে ঘোষণা দেন—“এ লড়াই স্বৈরাচার থেকে মুক্তির লড়াই। আমরা আত্মত্যাগ করেছি, পিছু হটব না। শাহবাগ থেকে শুরু করে সারাদেশে সব আহতদের একত্রিত হতে হবে।”
এসএস//
আরও পড়ুন