ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

এবারের রমজান হোক করোনা জয়ের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৯, ২৬ এপ্রিল ২০২০

করোনায় ঘরবন্দি মানুষ। এরই মধ্যে চলে এসেছে রমজান মাস। ইতিমধ্যে দুটি রমজান শেষ হয়ে গেছে। রহমত, মাগফিরাত ও নাজাতের এ মাসে বেশি বেশি কোরআনের সঙ্গে থাকতে হবে।

রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, ‘তোমরা রোজা রাখো যেন সুস্থ থাকতে পারো।’

এই সুস্থতা সবদিক থেকে – শারীরিক, মানসিক, সামাজিক ও আত্মিক। আর রোজায় আপনি সেই সুস্থতা তখনই লাভ করবেন যখন নবীজী (সাঃ) যে নিয়মে রোজা পালন করতেন, সেই নিয়ম অনুসরণ করবেন।

কোরআনকে বলা হয়েছে বিশ্বাসীদের জন্যে নিরাময় ও শেফা। তাই কোরআন নাজিলের এই মাসে যত বেশি আপনি কোরআনে ডুব দেবেন, তত অন্তরের জটিলতা, নেতিবাচকতা, ভয়, বিভ্রান্তি থেকে বেরিয়ে আসতে পারবেন। ডুব দেয়ার প্রক্রিয়াও কোরআনে সূরা আল আরাফের ২০৪ নাম্বার আয়াতে পরিষ্কারভাবে বলা আছে,-
‘যখন কোরআন পাঠ করা হয় তখন মৌন থাকো এবং মনোযোগ দিয়ে শুনো।’

তাই কোয়ান্টায়নে খতমে কোরআনে পরিবারকে নিয়ে নিয়মিত অংশ নিন। 

আর রমজান মাসে দান অন্য যে কোনো মাসের চেয়ে ৭০ গুণ সওয়াবের। তাই সংযম পালন এবং সকল বাহুল্য বর্জন করি। আসুন আমরা অভাবী, এতিম এবং করোনার প্রভাবে জীবিকা হারানো মানুষদের পাশে দাঁড়াই ও বেশি বেশি দান করি।

কোরআনের জ্ঞান, ধ্যান এবং দানের মধ্য দিয়ে আমাদের জীবনের সবচেয়ে কল্যাণময় রমজান করে তুলি এবারের রমজানকে।

এবারের রমজান হোক করোনাজয়ের রমজান।
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি