ঢাকা, সোমবার   ২৬ মে ২০২৫

চোখ হারানো ৪ জুলাই যোদ্ধার বিষপান, পুনর্বাসন ও উন্নত চিকিৎসার দাবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৯, ২৫ মে ২০২৫ | আপডেট: ২১:১১, ২৫ মে ২০২৫

Ekushey Television Ltd.

রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় বিষপান করেছেন জুলাই আন্দোলনে চোখ হারানো চার যুবক। তারা পুনর্বাসন ও উন্নত চিকিৎসার দাবিতে দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন।

রোববার (২৫ মে) দুপুরে হাসপাতালের পরিচালকের কক্ষে একটি বৈঠকের সময় এই ঘটনা ঘটে।

বিষপান করা চারজন হলেন—শিমুল, মারুফ, সাগর ও আখতার হোসেন (আবু তাহের)। পরে তাদের দ্রুত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তারা এখন শঙ্কামুক্ত।

হাসপাতাল সূত্রে জানা গেছে, জুলাই ফাউন্ডেশনের প্রধান নির্বাহীর (সিইও) সঙ্গে এক বৈঠক চলছিল। ওই সময় চার যুবক তার সঙ্গে দেখা করতে গেলে সিইও তাদের অপেক্ষা করতে বলেন। এতে ক্ষুব্ধ হয়ে তারা সঙ্গে থাকা বিষ পান করেন।

আহতরা অভিযোগ করেন, দীর্ঘ নয় মাসেও সরকার তাদের উন্নত চিকিৎসা বা পুনর্বাসনের কোনো ব্যবস্থা নেয়নি। বরং শুধু আশ্বাস দিয়ে সময় পার করা হয়েছে। তারা বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে দাবি জানিয়েছিলাম, কিন্তু কেউ এগিয়ে আসেনি।’

তারা আরও বলেন, শুধু সরকার নয়, কোনো রাজনৈতিক দলও তাদের পাশে দাঁড়ায়নি। সবাই নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত।

জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. খায়ের আহমেদ চৌধুরী জানান, বিষপান করার সঙ্গে সঙ্গেই চারজনকে হাসপাতালে পাঠানো হয় এবং এখন তারা সুস্থ আছেন। তিনি বলেন, "আমাদের বৈঠক চলাকালে তারা সিইওর সঙ্গে কথা বলতে আসেন। সিইও বলেন, বৈঠক শেষে কথা বলবেন। কিন্তু তারা রুম থেকে বের হয়ে বিষপান করেন।"

তিনি আরও জানান, বর্তমানে হাসপাতালে ৫৫ জন রোগী ভর্তি রয়েছেন, যাদের মধ্যে ৪৬ জন পুরোপুরি সুস্থ। তবে কয়েকজন মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। তারা মনে করছেন, পুনর্বাসন না হলে হাসপাতাল ছাড়লে আরও বিপদে পড়তে পারেন। তাই তারা এখনই বাড়ি যেতে চাইছেন না।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি