ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪

‘প্রতিটি হত্যাকাণ্ডই বিএনপির হাত ধরে হয়েছে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪২, ১২ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৪:০৩, ১২ অক্টোবর ২০১৮

১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘প্রতিটি হত্যাকাণ্ডই বিএনপির হাত ধরে হয়েছে।তারা একটি আত্মস্বীকৃত সন্ত্রাসী দল। ২১ আগস্টের পর তিন বছর ক্ষমতায় ছিলেন তারা। কিন্তু বিচার করেননি। এখন পাপের ফল ভোগ করতে হচ্ছে তাদের।’

শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

বৈঠকে নাসিম আরও বলেন, ‘বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা ছিল তা এই বিচারের মাধ্যমে পূরণ হয়েছে। আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।’

উক্ত বৈঠকে কেন্দ্রীয় ১৪ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি