ঢাকা, শুক্রবার   ০৯ জানুয়ারি ২০২৬

ফেসবুক জটিলতায় ফখরুলের থানায় জিডি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৭, ১১ অক্টোবর ২০১৮ | আপডেট: ২০:০৩, ১১ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

ফেসবুক নিয়ে বিড়ম্বনায় পড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার কোনো আইডি নেই। অথচ তার নামে বেশ কয়েকটি আইডি কে বা কারা চালাচ্ছেন। এ সমস্যা থেকে রেহাই পেতে অবশেষে পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি। এ জন্য থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।     

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পল্টন থানায় এই জিডি করা হয়।   

জিডিতে বলা হয়েছে, ‘আমার নামে কয়েকটি ফেসবুক অ্যাকাউন্ট কে বা কারা চালু করেছে, তাদের মধ্যে একটি ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর-মহাসচিব’ নামে জনৈক মহিউদ্দিন ভূঁইয়া, ঢাকা- এই নাম পাওয়া গেছে। আমি নিজে কোনো ফেসবুক অ্যাকাউন্ট খুলিনি।’

এ বিষয়ে পল্টন থানার ডিউটি অফিসার (উপ-পরিদর্শক) এ কে সুলতানা বলেন, বিষয়টি থানায় নথিভুক্ত হয়েছে। প্রাথমিকভাবে আমরা বিষয়টি দেখছি। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম শাখা এটি খতিয়ে দেখবে।’

এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি