ঢাকা, সোমবার   ০৫ মে ২০২৫

ফ্যাশন ভাইরালে তরমুজ!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৮, ৪ জুলাই ২০১৭ | আপডেট: ১২:২৮, ৫ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

পোশাক, জুতা, প্রসাধনী, চুল সব কিছুতেই এখন ফ্যাশনের ছোঁয়া। সময়ের ব্যবধানে মানুষের এ ফ্যাশনেও আসে ভিন্নতা। আজ যা ফ্যাশন বলছি, কিছুদিন পরেই তা আবার সেকেলে হিসেবে দেখছি। পরিবর্তনের এ হাওয়া বদলে নতুন করে যোগ হয়েছে তাই সেলফি ফ্যাশন। যার প্রকাশ ঘটাতে আশ্রয় নেওয়া হচ্ছে নেট বা ফেসবুকের। ফেসবুকের আশ্রয়ে তুলে ধরা হচ্ছে তরমুজের পেছনে থাকা নিজের ছবি। যা নেট দুনিয়ায় ভাইরাল হয়ে উঠেছে।

সম্প্রতি ফ্যাশন দুনিয়ায় বেশ আলোচনার জন্ম দিয়েছে এ ফ্যাশন। তরমুজ ফ্যাশন বললেও কেউ কিন্তু তরমুজের মতো সাজছে না। মূলত তরমুজের লাল অংশকে পোশাকের ডিজাইনে কেটে তার পেছনে দাঁড়িয়ে ফটো সেশনে মেতে উঠেছে মানুষ। আর এটাই এখন নেট দুনিয়ায় ভাইরাল।

তরমুজ ফ্যাশনের ছবিগুলো এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ঝড় তুলছে। তবে এই ধরনের তরমুজ ফ্যাশন করতে হলে নিঃসন্দেহে পাকা সেলফিবাজ হতে হবে। প্রথম দেখায় এই ধরনের ছবি যে কেউ মনে করবেন তরমুজের মতো গাঢ় লাল রঙের পোশাক পরা হয়েছে। কিন্তু ভালো করে দেখলে ধরা পড়বে আসল ঘটনা তা নয়।

আরকে/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি